চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে
জনাকীর্ণ শ্যামল আলো-ছায়ায়
শূণ্যের বিস্তৃর্ণ প্রান্তরে মেঘেদের
মার্তণ্ড আড়ালে আধিপত্য
কবিকে দিয়েছিল প্রেমসূরায় অবগাহনের
অপার অবকাশ;
সপ্তাস্তরে অস্থির ঘুরেফিরে
দানব-কায় গলেছে ঝিমঝিম ঘুমের দেশে।
আজ সেই পৃথিবী মরণপণ পাঠে পাঠে;
সময় বড্ড বখাটে।
সহস্র ছবি নারকী পশুর কেলানো দাঁতে
মঞ্জরীতে এসে ভেদ করার আগে
নির্জীব হয়ে উঠে- কায়স্থ অবয়বে
অসময়ে উন্মোখ খেকো জননেন্দ্রিয়;
ব্যস্ত কাঠামোয় কুশীল ললিত পর্বত
পৃথিবীকে শ্বাশায়, শাসন করে সমতল;
প্রেমের তাজমহল হায় হায় আজ
তিন টাকাতেই পাওয়া যায়!
ধূ ধূ মরুভূমি প্রায় প্রান্তর আজো আছে ভরপুর;
রৌদ্র গড়িয়ে গোধূলীতে বসে
ইউরিদাইসের ফুঁৎকার দানবের বুক থেকে
খসিয়েছিল যে দলিত লোম,
অপমৃত্যুতে তা-ই ছড়িয়েছে পৃথিবীময়;
অবাঞ্ছিত আগাছা অরণ্যের বুক জুড়ে।
ক্ষীণকায় হয়ে ধরণী রক্তচক্ষু গিলে
ত্রস্ত চেহারা;
ষাঁড়ের চিবানো ঘাসের মত।
আজ মানুষের হুশ নেই, রোবটের যেন স্বর
দানব দানব খেলায় প্রতিটি মানুষই যেন
প্রস্তর যুগ থেকে বেরিয়ে আসা কোন এক ডাইনোসর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।