চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বলেছেন, চীন, পশ্চিমের সাংস্কৃতিক যুদ্ধের মুখোমুখি, তাই এর মোকাবেলায় চীন সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করবে। নতুন বছরের শুরুতেই চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর এই বক্তব্যটি সংবাদ শিরোনাম হয়েছে। তিনি বলেছেন, চীন এবং পশ্চিমা বিশ্ব একটি সাংস্কৃতিক যুদ্ধে লিপ্ত, তাই চীনের জনগণ এই যুদ্ধের আক্রমণ ঠেকানোর জন্য, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করবে। তার এই আহ্বান, চীনের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে এক নতুন উদ্দীপনা হিসাবে কাজ করবে। কিন্তু উদারপন্থী বুদ্ধিজীবীগণ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ তাদের আশঙ্কার কথা প্রকাশ করেছে। এতে সাংস্কৃতিক ইন্ডাস্ট্রিগুলি অর্থ উপার্জনের হাতিয়ার হিসাবে কাজ করবে। ঝু ডাকি, সাংহাই টংজি ইউনিভার্সিটির শিক্ষক মন্তব্য করেছেন, সংস্কৃতিই হবে, চীনা অর্থনীতির শেষ আকর্ষণীয় উপাদান। সবাই অর্থনীতির ফল ভোগ করতে উদগ্রীব থাকে, বড় কোম্পানিগুলিও এর থেকে ফল ভোগ করতে চাইবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।