আমাদের কথা খুঁজে নিন

   

বন্দরে ছিনতাই,,,,,,অতঃপর কবি

Nothing goes unpaid আচ্ছা-??? এটা কি পাগলের দেশে এলাম? ক্ষানিক চিন্তে তাকিয়ে দিগন্তে, না রেখে সত্যের বাজি কহেন জাহাজী- "ছিনতাইয়ের ঘটনা এই প্রথম নয় কিরে মদেন, তোর মনে আছে নিশ্চয়? যখন পাকিস্তান গেলাম মানির মান আল্লায় রাখলেন সেন্ডুগেন্জি আর ফুলপ্যান্ট সমেত ফিরে এলাম!! গুজরাটের ঘটনা কিঞ্চিত লজ্জাকর - কিরে মদেন, সাক্ষাত ভুলে গেলি ? তখন না তোর হয়েছিল জ্বর। লেখা ছিল তকদিরে এড়াব কি করে ছিনতাইকারী দেখা দিল স্বশরীরে। মালিকের কি কারবার ছিল ঘোর অন্ধকার কেউ বোঝেনি কেউ দেখেনি সসম্মানেই হলাম চেকপোস্ট পার পড়নে ছিল কেবল একটা আন্ডারওয়ার!!! জাহাজে ফিরে এলাম গুজরাটকে করে সেলাম এই মদেন হাসিস কেন? তোর জন্যই তো ধরাটা খেলাম! চাঁদগার বন্দরে এসে কি যে হল বুজলাম না বাঙালি ভাইয়েরা আমার এত সেয়ানা! এতকরে বললাম একবারও শুনলনা। জুতা,প্যান্ট, ঘড়ি, সার্ট সবই নিল কেড়ে আন্ডিটাও খুলে নিয়ে ফেলে দিল ধাক্কা মেরে!!! কি লজ্জা! কি লজ্জা! কত মানুষ রাস্তা পারাপরে দুহাতে চেপে ধরে দিলাম দৈাড় ঝেরে!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.