আমাদের কথা খুঁজে নিন

   

বন্দরে সঙ্কেত বেড়েছে

শনিবার দুপুরে এক বিশেষ বুলেটিনে সতর্কতা সঙ্কেত বাড়ানোর কথা জানানো হয়। ‘অতি প্রবল’ এই ঝড়ের সন্ধ্যায় রাজধানীর উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলে  আঘাত হানতে পারে।
ঝড়ের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড়িষ্যা উপকূলের ৩ লাখ মানুষকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ঝড় কাছাকাছি আসার পর সেখানে বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটারে বাড়ছে।

সাগর খুবই উত্তাল রয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়ে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে বলে আভাস দেয়া হয়েছে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাসহ অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়ার অধিদপ্তর।


সন্ধ্যা নাগাদ পুরীর দক্ষিণে গোপালপুরের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হতে পারে।
ভারতের আয়তনের প্রায় অর্ধেক বিস্তৃতির ভয়ঙ্কর এই ঝড় উপকূলে পৌঁছানোর পর আরো শক্তিশালী হয়ে স্যাফির-সিম্পসন হারিকেন উইন্ড স্কেলে সর্বোচ্চ শক্তিশালী ৫ মাত্রার ‘সাইক্লোনে’ পরিণত হতে পারে বলেও আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন।
এই ঘূর্ণিঝড়টিকে যুক্তরাষ্ট্রের প্রলয়ঙ্করী সাইক্লোন ক্যাটরিনার সঙ্গে তুলনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ঝড় সতর্কীকরণ কেন্দ্র পাইলিনকে সর্বোচ্চ মাত্রার সাইক্লোন বললেও তা মানতে চায়নি ভারতের আবহাওয়া বিভাগ।

তারা বলছে, একে ‘অতিপ্রবল’ বলা যায়, তার চেয়ে এক মাত্রা বাড়িয়ে ‘সুপার সাইক্লোন’ বলার সময় এখনো আসেনি।
হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার এই সময়ে ভারতের এ দুই প্রদেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।   
এশীয় দেশগুলোতে সামুদ্রিক ঝড়ের নামকরণের রীতি অনুযায়ী, এবারের ঘূর্ণিঝড়ের নামটি নেয়া হয়েছে থাইল্যান্ডের আবহাওয়া দপ্তরের প্রস্তাবিত তালিকা থেকে। থাই ভাষায় পাইলিন অর্থ ‘নীলকান্তমণি’।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.