যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
জানান দেবার প্রয়োজন নেই তবুও বুঝতে পারি আকাশে আজ বৈশাখী ঝড়
বন্দরে আটকে পড়া পাতাদের সতর্ক পাহারায়
ভাসমান স্মৃতিগুলোর মৃদু সরসর
গুমোট বন্দরে অবিশ্বাসী মেঘগুলোর বিরক্তি আর ভ্রূকুটি
চোখ জ্বলা রোদেরাও আজ পৃথিবী থেকে নিয়েছে ছুটি
যেন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেছে শ্রমিকের দুর্মর কোলাহল
কেবল বোহেমিয়ান কুকুরগুলোর কষ্টদীপ্ত চোখগুলোর কোণায় জমাট বাঁধে আবেগের ছলছল
যেসব প্রাজ্ঞ ফোরম্যানেরা মরে গিয়ে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে নিজেদের লাশ
বন্দরে সেইসব মৃতের গুঞ্জন, ছায়াগুলোর নিরন্তর ফিসফাস
যেন খুব পুরোনো একটা সুর উঠে আসে ঢেউয়ের ডগায় ভেসে
খুব পুরোনো এক হাহাকার যেন বিষাক্ত বাতাসে মেশে
জানান দেবার প্রয়োজন নেই তবুও বুঝতে পারি বন্দরে আজ নেই কর্মযজ্ঞ
ঝিমিয়ে পড়া বোকা ক্রেনগুলোও নিজেদের চালাতে অজ্ঞ
তবুও ইস্পাতের জাহাজ ঘাটায় এক সুগঠিত রণতরী করে ভীর
পঁচা লাশেদের গন্ধে মাতাল পরাজিত অভিযানের তীর
অথচ এরপরও বন্দরে দেখা যায় না কোন জনমানুষের চিহ্ন
এতকালের ব্যস্ততা শেষে হঠাৎই নোনা বাতাস খুব ভিন্ন
জানান দেবার প্রয়োজন নেই
বন্দর আজ নিজেই নিয়েছে ছুটি
কি দারুণ আত্মাহুতি
মগ্নতা গেছে টুটি
রণতরীর পঁচা লাশগুলোর মতই আজ বন্দর নি:সঙ্গ একা একা
সমুদ্রের সাথে কথপোকথনে এখন নি:শব্দ বসে থাকা
পোষা ডলফিনের মত ইস্পাতের পাটাতনে ঢেউগুলো এখনো করে ভীর
যদিও নিমগ্ন স্মারকের মত বন্দর খুব স্থির
তবুও হঠৎই নড়চড় দিয়ে ওঠে যন্ত্রণাক্লিষ্ট বন্দরের ভিত
দুলে ওঠে রণতরী
আর কুকুরগুলো পালায় দিক্বিদিক
জানান দেবার প্রয়োজন নেই
বিবস্ত্র হয়ে ভেঙ্গে পড়ে জমাট বাঁধা বন্দর
বিষাক্ত নৈ:শব্দ থেকে মুক্তির আশায় ছুটে যায় বন্ধনের নোঙ্গর
ঢেউয়ে ঢেউয়ে দূরে সরে যেতে থাকে সুগঠিত রণতরী
বন্ধনক্লান্ত বন্দর তার সাথেই দেয় পাড়ি
সমুদ্রের বুকে ঝাপিয়ে পড়ে আরো একটি মৃত মুখ
বিষাক্ত বাতাস থেকে বাঁচবার আশায় খুঁজতে থাকে অতল সমুদ্রের দু:খ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।