আমাদের কথা খুঁজে নিন

   

সালতামামি ২০১১

Every emotion have a feelings. But every feelings have no emotion. ২০১১ সাল ছিলো প্রযুক্তি বিশ্বে দারুন একটি বছর। প্রযুক্তিবিশ্লেষকরা বছর শেষে বলছেন, ২০১১ সালটি প্রযুক্তির দিক থেকে বিশ্বকে অনেকটাই এগিয়ে দিয়েছে। এ বছর এসেছে মানুষকে বুদ্ধিমত্তায় ছাড়িয়ে জিওপার্ডি গেম জিতেছে কম্পিউটার প্রযুক্তি, এসেছে হাজার হাজার চমৎকার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার। এসেছে দারুন সব স্মার্টফোন, ট্যাবলেট। প্রযুক্তি ক্ষেত্র পাল্টে দিতে শুরু করেছে ট্যাবলেট।

ক্রমশ ছোট হয়েছে ট্যাবলেট আর স্মার্টফোন বড়ো হওয়ার বছরও এটি। প্রযুক্তিজায়ান্টরা টেক বিশ্ব মাতিয়ে রেখেছিলো নিত্য নতুন ডিভাইস আর ঘটনায়। এইচপি, ইয়াহুর মতো প্রতিষ্ঠানগুলো ভিত্তি নড়ে গেছে। আবার গুগল প্লাস-এর মতো সোশাল নেটওয়ার্কিংও যোগ হয়েছে। গুগলের অনেক প্রকল্পে পড়েছে খড়গ আর টুইটার ফেইসবুক তরতর করে এগিয়েছে।

আমরা এ বছর হারিয়েছি স্টিভ জবস, ডেনিস রিচি এবং জন ম্যাকার্থির মতো প্রযুক্তিবিদদের। আবার সবুজ বা পরিবেশবান্ধব প্রযুক্তিরও বিস্তার ঘটেছে ২০১১ সালে। ২০১১ সালে প্রযুক্তি ক্ষেত্রে যে সূচনা ঘটেছে তার রেশ আগামী বছরও বইবে বলে প্রযুক্তিবিশ্লেষকরা ধারণা করছেন। পুরো বছর ধরেই টেক পাতায় আমরা তুলে এনেছি প্রযুক্তিবিশ্বের সব ধরনের খবর। আমরা জানিয়েছি উদ্ভাবন, সফলতা. হার্ডওয়্যার, অ্যাপ্লিকেশন, সফটওয়্যারসহ ছোটো বড়ো সবধরনের আর্টিকেল আর প্রযুক্তিবিশ্বের এগিয়ে যাবার খবর।

আসুন মিলিয়ে নেই কোন কোন ঘটনা চিত্রিত করে প্রযুক্তিবিশ্বের ২০১১ সালকে। জানুয়ারি: বাংলাদেশে তিনটি বড় মেলা নিয়ে শুরু হয় প্রযুক্তির ২০১১ গুগলের সিইও পদ থেকে সরে গেলেন এরিক স্মিড, দায়িত্বে এলেন অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ। জানুয়ারি ২৪/১১ মিশরে টুইটার ব্যবহার বন্ধ করলো সরকার। জানুয়ারি ২৭/১১ ফেব্রুয়ারি: মেবাইল ফোনে অ্যান্ড্রয়েড হানিকম্ব অপারেটিং সিস্টেম এলো। ফেব্রুয়ারি ৪/১১ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো ই-তথ্যকোষ।

ফেব্রুয়ারি ২৭/১১ মার্চ: স্টিভ জবস শেষবারের মতো নতুন পণ্যের ঘোষণা দিলেন। বাজারে এলো আইপ্যাড ২। মার্চ ০৩/১১ অবসরে গেলো মার্কিন নভোযান ডিসকভারি। মার্চ ১০/১১ এমপিথ্রি প্লেয়ার ‘জুন’ এর মৃত্যু! মার্চ ১৬/১১ অনুমোদন পেলো সেক্স ডোমেইন। মার্চ ১৯/১১ এপ্রিল: ৯৪ বছর বয়সে সুপার গ্লু’র উদ্ভাবক হ্যারি কুভার-এর জীবনাবসান।

এপ্রিল ২/১১ মাইক্রোসফট আনলো মোবাইল ওএস ম্যাংগো। এপ্রিল ১৬/১১ ইয়াহু বাজ বন্ধ ঘোষণা। এপ্রিল ২১/১১ ৮১ বছর বয়সে সিডি উদ্ভাবক এবং সনির সাবেক প্রেসিডেন্ট এবং চেয়্যারম্যান নোরিও অহগার জীবনাবসান। এপ্রিল ২৪/১১ সনির ট্যাবলেটের যাত্রা শুরু। এপ্রিল ২৫/১১ মে: রিলিজ পেল উবুন্টু ১১.০৪।

মে ০১/১১ ব্ল্যাকবেরি আনলো নতুন অপারেটিং সিস্টেম বিবিএক্স। মে ০৩/১১ ওসামা বিন লাদেনের মৃত্যুর খবরে টুইটারে রেকর্ড। মে ০৩/১১ অনলাইন ফোন কল সার্ভিস স্কাইপ-কে কিনে নিলো মাইক্রোসফট। মে ১২/১১ জুন: শতবর্ষে আইবিএম। জুন ১৬/১১ বিশ্বের সেরা সুপারকম্পিউটার তালিকাশীর্ষে আবারো জাপান।

জুন ২১/১১ এন ৯ স্মার্ট ফোন আনার ঘোষনা দিলো নকিয়া । জুন ২১/১১ গুগল অনুবাদে যুক্ত হলো বাংলা ভাষা। জুন ২২/১১ সেশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গুগল প্লাস-এর ঘোষণা এলো। ফেইসবুকের সঙ্গে গুগল-এর ঠোকাঠুকি শুরু। জুন ২৮/১১ জুলাই: লায়ন, এয়ার এবং ম্যাক মিনি আনলো অ্যাপল।

জুলাই ২১/১১ আগস্ট: স্মার্টফোন ওএস শীর্ষে চলে এল অ্যান্ড্রয়েড। আগস্ট ২/১১ মটোরোলার মবিলিটি অংশ কিনে নিলো গুগল। আগস্ট ১৫/১১ সিইও পদ ছেড়ে অ্যাপল নেতৃত্ব থেকে চুড়ান্ত অবসরে গেলেন স্টিভ জবস। তাকে রাখা হলো চেয়ারম্যান হিসেবে। আগস্ট ২৫/১১ সেপ্টেম্বর: প্রায় আড়াই বছর দায়িত্ব পালন করার পর বোর্ড মেম্বাররা ইয়াহুর সিইও ক্যরোল বার্জকে পদ থেকে সরিয়ে দিলেন।

সেপ্টেম্বর ০৭/১১ অনলাইন রিটেইলার জায়ান্ট অ্যামাজন তাদের ট্যাবলেট ‘কিন্ডল ফায়ার’ আনার কথা প্রকাশ করে। সেপ্টেম্বর ২৪/১১ ফেইসবুকের নতুন যোগ হলো ‘ফেইসবুক টাইমলাইন’। সেপ্টেম্বর ২৪/১১ সেপ্টেম্বর মাসের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো এইচপির প্রধান নির্বাহীকে সরিয়ে দেবার ঘটনা। সেপ্টেম্বর ২৫/১১ টিন এজে প্রবেশ করলো গুগল! সেপ্টেম্বর ২৭/১১ অ্যাপল বিদায় জানালো আইপড ক্ল্যাসিক ও শাফল সেপ্টেম্বর ২৯/১১ অক্টোবর: টেক জায়ান্ট মাইক্রোসফটকে তিনে ঠেলে দিলো আইবিএম। অক্টোবর ০১/১১ আইফোন ৪ এস আনলো অ্যাপল, অবসরে গেলো মাইক্রোসফটের জুন প্লেয়ার।

অক্টোবর ০৫/১১ ৫৯ বছর বয়সে অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস-এর জীবনাবসান। অক্টোবর ০৫/১১ বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হলো ল্যাপটপ। নাম ‘দোয়েল’। অক্টোবর ১১/১১ গুগল বাজ বন্ধ করার ঘোষণা দিলো গুগল। অক্টোবর ১১/১১ ইউনিক্স এবং সি ল্যাঙ্গুয়েজ নির্মাতা ডেনিস রিচি’র জীবনাবসান ১২/১১ লিস্প প্রোগ্রামিংয়ের স্রষ্টা জন ম্যাকার্থির জীবনাবসান অক্টোবর ২৫/১১ এলো নকিয়ার প্রথম উইন্ডোজ ফোন অক্টোবর ২৬/১১ স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং অক্টোবর ২৯/১১ নভেম্বর : নতুন ফিচার নিয়ে নতুন রূপে এলো জিমেইল।

নভেম্বর ০২/১১ নাম পেলো পর্যায় সারণী’র ভারী ৩ মৌল। নভেম্বর ০৫/১১ সম্ভাবনাময় এক চরিত্র হিসেবে মাত্র ২২শেই চলে গেলেন ডায়াসপোরা’র সহ-প্রতিষ্ঠাতা। নভেম্বর ১৪/১১ জনপ্রিয়তা পায়নি এমন সাতটি প্রকল্পে নেমে এলো গুগলের খড়গ। নভেম্বর ২৩/১১ ডিসেম্বর: বছরের শেষে এসে জনপ্রিয়তায় ইন্টারনেট এক্সপ্লোরারের পরই স্থান করে নিলো গুগল ক্রোম। ফায়ারফক্স পেছনে পড়ে গেলো।

যোগাযোগ মন্ত্রণালয় ছেড়ে আইসিটিতে এলেন সৈয়দ আবুল হোসেন। মন্ত্রী হিসেবে আইসিটির পাশাপাশি টেলিযোগাযোগও গেলো তার হাতে। ভয়েজার ১-এর খোঁজ পাওয়া গেলো। মানুষের পাঠানো কোনো বস্তু হিসেবে এটিই এখন সবচেয়ে দূরে। উইন্ডোজ ৮-এ ছবি পাসওয়ার্ড ব্যবস্থা আসছে বলেই জানা গেলো।

ডিসেম্বর: ৯ জানুয়ারি থেকে লাস ভেগাসে শুরু সিইএস মেলায় শেষবারের মতো অংশ নেবার কথা জানালো মাইক্রোসফট। বছর শেষের চমক হিসেবে হাইড্রোজেনচালিত ল্যাপটপ-এর দুটি পেটেন্ট আবেদন করলো অ্যাপল। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।