বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আর কয়েক ঘন্টা পরেই কালের গহ্বরে হারিয়ে যাবে আরেকটি বছর, রেখে যাবে অনেক স্মৃতি। ২০০৮ সাল নানা কারণে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তাৎপর্যপূর্ণ। গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে পরিষ্কার ব্যবধানে হারিয়ে ডেমোক্র্যাট দলের বারাক ওবামা জয়ী হয়েছেন, এটি এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে একটি। এছাড়া বছরের প্রায় শেষের দিকে ইরাকে এক সংবাদ সন্মেলনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে জুতা নিক্ষেপ করে মুনতাজার আল জায়েদী নামের এক সাংবাদিক ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন সমগ্র বিশ্বজুড়ে।
তার এই জুতা নিক্ষেপ বেশীর ভাগ মানুষের কাছেই সাধুবাদ পেয়েছে। আট বছর ধরে বুশ যে পৃথিবীব্যাপী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, তার একটি উপযুক্ত জবাব এই জায়েদী দিতে পেরেছেন এই জুতা নিক্ষেপের মাধ্যমে।
বাংলাদেশের প্রেক্ষাপটে ২০০৮ সালটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, কারণ বছরের শেষ দিকে, অর্থাৎ ২৯শে ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে সারা বছর ধরে দেশের আপামর জনসাধারণের আগ্রহের কমতি ছিলনা। দীর্ঘ ২ বছর ধরে দেশে গণতন্ত্রের অনুপস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ব্যর্থ অভিযান এসব কারণে জনগণ একটি পরিবর্তন দেখতে চেয়েছিল, যেটা এই নির্বাচনের মাধ্যমে সূচিত হয়েছে।
আরো অনেক ঘটনায় পরিপূর্ণ ছিল ২০০৮ সালটি। আশা করবো এই ২০০৮ সালে ঘটিত সকল ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষ এবং নবনির্বাচিত সরকার একযোগে দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করে যাবে।
সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।