অািম সহজ সরল
সামুর সকল ব্লগার ও মডুদের সহ নতুন বছরের শুভেচ্ছা । শুভ নবর্বষ ২০১১.
আজ সকালে 'আমারদেশ' নিউজ পেপারে একটা নিউজ পইড়া চক্ষুজোড়া চরগগাছ হইয়াগেল। আমাগো পররাষ্ট মন্ত্রী দিপুমনি ২০১০ সালের ৩৬৫ দিনের মধ্যে ১৪৬ দিনই বিদেশে কাটিয়েছেন!!! রেকড ৩৪বার তিনি বিদেশে গিয়াছেন ২০১০।
আর আমাদের প্রধানমন্ত্রী, ৯টি দেশে সর্বমোট ৫১ দিন সফরে ছিলেন ২০১০ সালে।
ভাবতে ভালই লাগে, আমরা কতইনা এগিয়ে যাইতেছি?
আমেরিকার পররাষ্টমন্ত্রী হিলারি ২০১০ সালে কতদিন বিদেশ সফর করেছেন তা হয়তো জানতে পারবো নিউইর্য়ক টাইমস'র প্রতিবেদন দেখে। তবে আমার যথেষ্ট সন্দেহ হয়, আমাদের দিপুমনির রেকর্ড হিলারি ভাঙ্গতে পারবেনা।
## কাকতালিও বটে, ২০০৯ সালেও দিপুমনি ৩৪ বার বিদেশে সফর করতে গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।