আমাদের কথা খুঁজে নিন

   

সালতামামি



দেখতে দেখতে ১ বছর পার হয়ে গেলো। প্রথম দিকে লগ ইন না করে পড়তাম। এর পর মন্তব্য করার লোভ সামলাতে না পেরে একসময় রেজিষ্ট্রেশন করলাম। কোন দিক দিয়ে ১ বছর গেলো বুঝতে পারলাম না। ।

অনেককেই ১ বছর পূর্তিতে পোষ্ট দিতে দেখা যায়। এই ১ বছরে কারো সুখবরের পোষ্টে হয়েছি আনন্দিত, কারো খারাপ খবরের পোস্টে হয়েছি দু:খিত, শিক্ষণীয় পোষ্ট থেকে কিছু শেখার চেষ্টা করেছি আর টেকি পোষ্ট... সেতো কম্পিউটার ব্যবহারকারীদের কাছে সব সময়ই অমৃতের মতো। বিভিন্ন সময়ে প্রত্যক্ষ করেছি বিভিন্ন বির্তক, যার কোনটা ছিল অতীব জরূরী আবার কোনটা ছিল একদমই ফালতু । একদিন দেখি শুভ জন্মদিন বাংলাদেশ-ফয়সাল লেখা ব্লগের উপরে ডানদিকে। যদিও এটি প্রকৃত জন্মতারিখ না তারপরও এটা দেখে ভালো লাগলো।

দৈনন্দিন ব্যস্ততার কারণে খুব বেশি পোষ্ট দেওয়া হয়ে উঠেনি। অনেকে আবার হাঁচি কাশি দিলেও হাঁচি কাশি দিয়েছি বলে পোষ্ট দেয়। এর মাঝে বেশ কিছু ব্লগারের ইমেইল এড্রেস যোগাঢ় করে ম্যাসেঞ্জারে চ্যাট করে চলেছি। গত মার্চ মাসে এই ব্লগারদের সাথেই গিয়েছিলাম এক উপভোগ্য পিকনিকে। পিকনিক নিয়ে পোষ্ট দিব দিব করে আর দেওয়া হয়নি।

পিকনিকের রেফেল ড্রতে পাওয়া জ্যামটা খুব মজা করে খাওয়া হয়েছে। এইতো সেদিন কালপুরুষদার বাসার ছাদে হয়ে গেলো এক ব্লগীয় রঙ্গীন আড্ডা, যেখানে দেখলাম আরো কিছু নতুন ব্লগারকে। সেদিন কালপুরুষদা আমাদের সুস্বাদু মোগলাই খাইয়েছিল। ব্লগের অনেকেই জানে যে আমি অফিসে বসে পেনড্রাইভে সামু ব্লগের ভালো লাগা লেখা গুলোকে সেভ করি আর বাসায় গিয়ে সেটা পড়ি। সময়ের অভাবে সব লেখা পড়া হয় না তাই পেনড্রাইভে পোষ্ট জমতেই থাকে।

এখন চিন্তা করি এতো পোষ্ট কবে কিভাবে পড়বো। কিছু কিছু পোষ্ট আছে যেগুলো পড়তে কয়েক ঘন্টা সময় লেগে যায়, যেমন কিছু গল্প। সামহয়্যার ইনের ব্লগটা ভালো লাগে, আরো ভালো লাগতো যদি মডারেশনটা আরো পরিচ্ছন্ন হতো। মডারেশন নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বির্তকের সৃষ্টি হয়েছে। মডারেশনের কাছে আমার আশা তারা যেনো সব কিছু ক্ষমাসুন্দর এবং মানবিক দৃষ্টিকোন থেকে দেখে এবং সেই সাথে যেনো মধ্যপন্থা অবলম্বন করে।

প্রভাবিত এবং আক্রমণাত্মক মডারেশন কোনভাবেই কাম্য নয়। আমিও চাই সামহোয়্যার ইন এই পৃথিবীর সেরা বাংলা ব্লগীং প্লাটফরম হয়ে উঠুক। আর আমরা যারা ব্লগার আছি তাদের দায়িত্ব হবে এই ব্লগ থেকে নতুন কিছু জানা, পারা, বুঝা এবং বাস্তবে তা প্রয়োগ করে আমাদের ইপ্সিত লক্ষ্য অর্জন করা। সবাইকে ধন্যবাদ যারা আমার লেখাতে মন্তব্য করেছেন আর যারা তাদের মূল্যবান লেখাতে আমাকে মন্তব্য করার সুযোগ দিয়েছন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।