আমাদের কথা খুঁজে নিন

   

সালতামামি ২০১২

এত পাওয়ার বছরে ২০১২ নিয়ে যদি দুই চারটা লাইনের সালতামামি না লিখি তাহলে ২০১২ এর প্রতি শুধু কার্পণ্য নয় বরং একরকম ধৃষ্টতা প্রদর্শনও হবে বটে। ২০১২ নিয়ে স্বপ্নের বীজ বুনতে শুরু করে ছিলাম ২০০৫ সালের ৫ই জুলাই থেকে যখন লণ্ডন ২০১২ অলিম্পিক বিড উইন করে। লণ্ডন বিড উইন করার পর থেকেই মনের মধ্যে একরকম আনন্দের শিহরণ বয়ে যাচ্ছিল। কেন জানি বারবার মনে হচ্ছিল ২০১২তে লন্ডনে থাকবো। তখন ক্লাস টেনে পড়তাম, আর বন্ধুদের সাথে বিশেষ জাহাঙ্গীর, মুহাম্মদ আলী, তারেক, ফরিদ, মামুন, রিপন, আব্দুল্লাহ আল মামুন, সুজন, ইমাদ, জুবায়ের ও মুহিউদ্দিনের সাথে ২০১২তে অলিম্পিককে কাজে লাগিয়ে কিভাবে বেশি টাকা ইনকাম করবো, সেই পরিকল্পনা করতাম! সময়ের আবর্তনে আমার এস এস সি লেভেলের হোস্টেলের বন্ধুদের মধ্যে তিনজন বাদে সবাই আজ লন্ডনে।

২০১২ সাল আমার জীবনের সেরা বছর। আর সেরা বছরের সেরা অর্জন অলিম্পিক আর প্যারালিম্পিকে কাজ করা। ২৪০টা জাতির মানুষকে কাছে থেকে দেখাটাই এক বড় অভিজ্ঞতা। এ এক অন্যরকম অনুভূতিও বটে। বিশ্বের সেরা সেরা অ্যাথলেটদের সাথে কথা বলা ও ছবি তোলার এরকম সুযোগ লাইফে আর আসবে না জানি।

অলিম্পিকে ৬৪টা দেশের অফিসিয়াল ব্যাজ পিন সংগ্রহ করতে সমর্থ হলেও যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছি টা হল, উসাইন বোল্টকে দেখতে না পাওয়া। এপ্রিলে হোস্টেলের বন্ধুদের নিয়ে লন্ডনের কিং সোলেমন হোটেলে আয়োজন করি "হোস্টেলের আমেজ" নামক দুইদিন ব্যাপী রি-ইউনিয়নের। ছয় বছর পর আবার আমরা সবাই একসাথে! হারিয়ে গিয়েছিলাম নস্টালজিয়াতে। যার ফলশ্রুতিতে জুলাইতে আমাদের পাগল গ্রুপের আবার সমান আয়োজন। তবে এবার স্পট ছিল সমুদ্রবর্তী শহর বনমাউথ।

হোটেলটাও ছিল জুস। আগস্টে ভর্তি হই হার্টফোর্ডশায়ার উইনিভার্সিটিতে। যদিও সেশন শুরু হ্য় সেপ্টেম্বরে। তারপর তো ইতিহাস গড়া। প্রথম বাংলাদেশী হিসাবে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটির ২৭,৫০০ ছাত্রের ছাত্র সংসদ নির্বাচনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অফিসার হিসাবে বিজয়ী হওয়া।

২০১২ সালের অন্যতম উল্ল্যেখযোগ্য ঘটনা হলো ড্রাইভিং পাস করে গাড়ি কেনা এবং প্রথম সপ্তাহের মধ্যেই অ্যাক্সিডেন্ট করে পুরো গাড়িকে চুরমাচুর করে দিলেও আল্লাহর অশেষ রহমতে আমি ১০০% অক্ষত থাকা। শুধুমাত্র অ্যাক্সিডেন্টটা বাদ দিলে এত পাওয়ার বছর ২০১২ কে বিদায় জানাতে খুব কষ্ট হচ্ছে। তাই পারছিনা ২০১৩ কে স্বাগত জানাতে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।