আমাদের কথা খুঁজে নিন

   

প্রণয় নেশার টানে কাব্যগ্রন্থের বিষয়ে

অরুণালোক তৈয়ব খানের কবিতাগুলো পড়ে অপূর্ব প্রেমের ছোঁয়া আবিষ্কার করা যায়। তিনি সবকিছুই হৃদয় দিয়ে অনুভব করেন। কবিতা রচনায় তিনি কখনও ধর্ম ও নৈতিকতা থেকে বিচ্যুত হতে চান নি। কবি পরকালীন জীবন নিয়ে ভাবিত। স্রষ্টার সৃষ্ট মানব হিসেবে তিনি সেটা ভুলে যান নি।

‘এ দুনিয়া পরকালের জন্য শষ্যক্ষেত’ -পবিত্র কোরানের সেই অমোঘ বাণীকে তিনি বরাবরই তাঁর লেখায় ফুটিয়ে তুলতে প্রয়াসী ছিলেন। তাঁর কাব্যে প্রেম, নীতি ও নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা এ সবকিছু সমভাবে প্রযোজ্য হতে দেখা গেছে। তাঁর কবিতায় এমন সব উপমা প্রয়োগ লক্ষ্য করা যায়, যেগুলো তাঁর কাব্য প্রতিভাকে মহিমান্বিত করে তুলেছে। কবিতায় দর্শন থাকলে সে কবিতা আরেকটি নতুন মাত্রা পায়। যেটা মহাকবি ইকবাল, ফেরদৌসী, নজরুল, রবীঠাকুর, শেখ সাদী, এ সময়ের আল মাহমুদ, ফররুখ আহমদসহ পৃথিবীর অনেক চিন্তাশীল কবিদের মাঝে লক্ষ্য করেছি।

তৈয়ব খান কবিতা লেখার জন্যই কাব্য রচনা করেন নি। কবিতা রচনায় তাঁর সুদূর প্রসারী একটি লক্ষ্য ছিল বলে আমার কাছে মনে হয়েছে। আর সে লক্ষ্য হল পাঠককূলের মাঝে স্রষ্টা, সৃষ্টি ও মানব জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে একটি নবতর চিন্তার খোরাক যোগানো। আমি মনে করি এ ক্ষেত্রে তিনি সফলও হয়েছেন। এ গ্রন্থটি প্রকাশ করতে গিয়ে ভুল ত্র“টি যা কিছু হল, সেগুলোর জন্য মার্জনা চাইছি এবং পরবর্তী সংস্করণে ভুলত্র“টি সংশোধনের আশা পোষণ করছি।

অধ্যাপক ওমর ফারুক সম্পাদক, ঢাকা পোস্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।