আমাদের কথা খুঁজে নিন

   

ঝাঁপ

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল আমার দুহাতে কিছু নক্ষত্রের ধূলিকণা মাখা আমার দুচোখে কিছু অনিমেষ মেঘের কুয়াশা শীতার্ত সন্ধ্যেগুলো দাঁড়ালে দুয়ারে তবু ফের ঝাঁপ দিয়ে পড়ি এই যে আকুলতায় সাজিয়েছি ক্লান্ত রজনী এই যে মৌনতা, স্মৃতির উচ্ছ্বাস এর মাঝে কোন রং, আভরণ নেই নেশা-ক্লান্ত রমণীয় যেই হাতে ছুঁয়েছ আমাকে তীব্রতায় পেরিয়েছ যেই ঘর, ক্লান্ত শহর উষ্ণতায় জড়িয়েছ ঝরে যাওয়া পৌষালী পাতার মতন নিসাড় পড়ে থাকি একলাই তাহার ভিতর মর্মর তুলে কেউ হেঁটে গেলে বুকের ওপর মাঝে মাঝে চেয়ে দেখি চেনা কোন ছায়া পড়ে কিনা মাঝে মাঝে ভুল করে ভুল কোন পদধ্বনি শুনি যে পাখি ঝাপটে ডানা ফিরে গেল- তরঙ্গে ভেসে যে নদী ব্যাকুল হয়ে ছুটে গেল মোহনার টানে তার পথে চোখ রাখি- আহা যদি ফিরে পাওয়া যেত তাহলে রমণী, কাঁচের শার্শি খুলে একবার বাইরে তাকাও যতটা আকাশ দেখ, তারও চেয়ে বেশী থাকে নীল যতটা শ্রাবণ দেখ- ঢের জল জমা হয়ে থাকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.