আমাদের কথা খুঁজে নিন

   

পতঙ্গ হয়ে ঝাঁপ দেই ভাবসাগরে

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

সূর্যের নিচে কখনো কখনো ছায়া পড়ে, চাঁদের নীচেও তাই- নিজস্ব আকৃতির এক টিমটিমে প্রতিফলন, নিকোটিনের বলয়ে ছুঁড়ে দিয়ে নিজের আকুতি ভেবেছি বদলেছি সুরার পাত্রে দিয়ে চুমুক মনে করেছি এবার তো বিলকুল ভুলেছি নিকোটিন যায় সুরা যায়, যায় ডায়াজিপাম, সিরাপ আরও কত কি!! নির্ঘুম রাতে জেগে থাকি হতে তোমার ফাল্গুনের প্রথম ভৈরবী.... তুমি আসো না, স্বপ্নের হাতে হাতকড়া, উপল স্রোতের ক্ষয় সব ঘুচে যাবে মুছে নেবে তোমার ভালোবাসার রুমাল আমার বুকের সেই এলাকা যা ছিল মরুময় ইসাবেলা, ভেবেছিলাম, ব্লগের ২০০তম পোস্ট অনেক আড়ম্বর করে সময় নিয়ে দেব। হলো না। ভেবেছিলাম তোমার গায়ে গা লাগিয়ে আমি বসন্ত রেণু পান্ডুর দু'গালে মাখব সেও হলো না। তবু কল্পনার ঘুড্ডি অক্লান্ত উড়ে চলে তোমাকে নাটাই করে, তোমার একটু সম্মতিতে আমার নাটাইয়ের সাধারণ সুতো হয়ে যাবে মাঞ্জা দেয়া, সবাইকে কেটেকুটে সরিয়ে শুধু তোমার জন্যে তথন নিয়ে আসব আস্ত একটা আকাশ; তুমি বাসন্তী শাড়ি পরে সেই আকাশে উড়বে পরীর মতো। শুভ বসন্ত, ইসাবেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.