আমাদের কথা খুঁজে নিন

   

ঝাঁপ দিয়ে বেঁচে গেলেন মা, দুই মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের খলিপারচর এলাকায় পদ্মানদীতে শুক্রবার দুপুরে মাহমুদা খাতুন (২) ও হামেদা খাতুনের (৬) লাশ পাওয়া যায়।   

নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার রাতে খলিপারচর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আক্তারা বেগম তার তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন।

এ সময় জেলেরা আক্তারা বেগম ও তার বড় মেয়েকে উদ্ধার করতে পারলেও ছোট দুই মেয়ে নিখোঁজ ছিল।

খোঁজাখুজির এক পর্যায়ে শুক্রবার বেলা আড়াইটার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

মেয়ে দুটির মা আক্তারা বেগম মানসিক ভারসাম্যহীন বলেও তিনি জানান।

এ ব্যাপারে সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো তার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.