আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দহীন অশ্রুনদীঃকারাগারে বন্দী

মাগো মানবতা আজ ছন্দহীন অশ্রুনদী! শুধু দুঃখীদের চোখে নিরবে নিভৃতে ঝরে। মাগো মানবতা আজ স্রোতহীন পুতিগন্ধময় দূষিত ডেবার শ্রান্ত ডুবুরী! -প্রাণ যেন যায় যায়রে। মাগো মানবতা আজ উন্মত্ব জানোয়ারদের চাপাতির আঘাতে ক্ষত- বিক্ষত বিশ্বজিত! মাগো মানবতা আজ বুভুক্ষ আইনী লেবাসধারী হায়েনার নির্মমতায় শহীদ ইমরান, চোখ উপড়ানো আবিদ? মাগো স্বাধীনতা আজ কারাগারে বন্দী! বিনা অপরাধে ধরে রাখা সহস্র তরুণের স্বাপ্নাহত চোখ! মাগো স্বাধীনতা আজ ধর্ষিত! বিথীদের প্রতারণার ফাঁদে লাঞ্চিত শত বোনের লজ্জিত মুখ! মাগো স্বাধীনতা আজ পিপার স্পে! অকারনে জ্বলসিত- নিরিহ স্যারেরা পাই নাতো অধিকার! মাগো স্বাধীনতা আজ দড়ি ছেড়া! নীতিহীন চোরা আবুল, কালো বিড়ালদের মেউ মেউ নির্লজ্জ চিৎকার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।