আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দহীন কবিতা

ম্যাআও চোখ খুলে যাই দেখি সবই বিমুগ্ধ করে আমায়- নিস্তব্ধ পরিবেশ, নীল আকাশ, উত্তরের শীতল বাতাস, ঠাণ্ডায় হু হু করা পাখির ডাক, গাছের ডালের ফাকে ফাকে আসা রোদ, আর খাবার নিয়ে ব্যস্ত পিপীলিকার দল। এসব , নিয়মের বেড়াজালে থেকেও পৃথিবীকে জীবন্ত করছে বাতাসের রঙ্গিন ঘুড়ি, নৌকা চলার কলকল শব্দ পথিকের মনের সুখের গান মাঠের কোণে বসে থাকা কোনো নতুন রাখালের সুর ছাড়া বাশির আওয়াজ। ব্যস্ততার মাঝেও যেন তাদের আনন্দই দেখা যায় রিক্সার ঘণ্টার শব্দ গড়ের মাঠে ফুটবল খেলার চেঁচামেচি কাঠমিস্ত্রির কাঠের চেয়ার, কুমারের চুষকে যাওয়া হাত, আর শিশুর ক্রন্দন থামানোর মাসির বৃথা চেষ্টা ঘুম ঘুম চোখ ও পুলকিত হয়ে যাই মিটমিট করা তারায় ঝিঝিপোকার অবিরত শব্দে ভিজা মাটির মিষ্টি গন্ধে চাদের আলো জানালা দিয়ে আশায় আর পাশের বাসার ঘুমপাড়ানি গানের গুনগুন শব্দে যাই লিখি সবই অর্থহীন হয়ে যায় ইংরেজির প্যারাগ্রাফ বাংলার মুখস্ত রচনা বানিয়ে লেখা অংক তারিখবিহীন ইতিহাস জগ ছাড়া হিসেব, সুত্র ছাড়া বিজ্ঞান আর আমার ছন্দহীন কবিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।