আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দহীন স্বগোতক্তি ১

বাহির পানে চোখ মেলি শুধু, হৃদয় পানে চাই নি

মায়ায় জড়িয়ে রেখ না আমায়…… রেখ না আমায় তোমার স্মৃতির কারাগারে বন্দি করে; যাবজ্জীবন এর থেকে মৃত্যুদন্ডয়ই লঘু দন্ড এমনই এক অপরাধ সে- ভালোবা্সা। আফিমের মত মাদকতা, হারানোর ব্যাথায়, হয়তো হারানো নয়, কখনোই না থাকার বিলাসী অভিমান। কেবল তখনই প্রকাশিত হয় জীবনের অদ্ব্যর্থতা, যখন জীবিত দেহেও তুমি অনুভব কর প্রানহীন হৃদয়। উন্মোচিত হয় সত্তার স্বরূপ, স্বপ্নরোগে মৃতপ্রায়, আর নিঃশ্বাস নিতে থাকে দেহ, কিংবা প্রকৃত অমানুষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।