আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দহীন

Dream Today,Create Tomorrow........

জীবন নাকি ছন্দ ছাড়া বড়ই বেমানান সব কিছুতে-ই ছন্দ থাকা চাই ছন্দ ছাড়া কি জীবন থেমে থাকে? সে কি চলে না অন্ধের মতো হাতড়ে জীবনের কত দূর চলে আসলাম ছন্দ ছাড়াই তাই বলে তো খুব খারাপ লাগে নি কিংবা মনে হয়নি আমি বেসামাল পথগুলি ফেলে এসেছি অতীতের কাছে জমা দিয়ে। চর্চা ছাড়া তো হয় না কিছুই হয়তো আমিও চর্চা করি তাও মনে হয় ছন্দের ভালোবাসা ছাড়া তাই তো তাল,লয় গুলো খুব কাছে এসেও দরজা খুঁজে পায় না আর আমি পড়ে রই সেই বদ্ধ ঘরে তাদের-ই প্রতীক্ষায়। ছন্দ ছাড়াই নাকি শুরু করেছিলাম সব অতল অন্ধকার থেকে বেসুরা শব্দে আবার নিকোশপানে ছন্দহীন ছুটে চলা অনন্ত, অসীম ছন্দ হীনা চলা শুধু ছন্দের-ই প্রত্যাশায় হয়তো ছন্দ খুঁজে পেলেই আর কোন দিন বসে থাকবো না চাতক পাখির মতো রোদ,ঝড় কিংবা অঝোর বৃষ্টির আশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।