আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞানীদের নতুন গবেষণাঃ শূন্যস্থানে আলোর গতি ধ্রুব নয়!

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার বিজ্ঞানীরা সম্ভবত ইদানিং খুব বেশি অঙ্ক কষতে তাদের পেন্সিল ক্ষয় করছেন, আর এ জন্যই হয়তো বেড়িয়ে এসেছে, শূন্যস্থানে আলোর গতি ধ্রুব নয়! সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, শূন্যস্থানে আলোর গতি ধ্রুব নাও হতে পারে এবং কোন শূন্যস্থানই প্রকৃতপক্ষে শূন্য নয়। অতিক্ষুদ্র অনেক কণাই শূন্যস্থানে থাকতে পারে। ফ্রান্সের কিছু তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এ দাবি করেছেন। গবেষকরা তাদের গবেষণায় দেখেছেন, শূন্যস্থানে ফোটনের গতি প্রতি সেকেন্ডে ৫০ কুইনটিলিয়ন (দশ লক্ষের পঞ্চঘাত) বর্গমিটার । এ হিসেবে শূন্যস্থানে আলোর গতি (প্রতি সেকেন্ডে ২৯৯৭৯২৪৫৮ মিটার) নিয়ে বিজ্ঞানীদের নতুনভাবে নির্ধারণ করতে হতে পারে! বিজ্ঞানীদের অবশ্যই এ নিয়ে নতুন করে ভাবতে হবে।

তারা এও বলেছেন, এটি যেহেতু এখনো পরীক্ষার মধ্যেই আছে, সেহেতু অনেকের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। তবে আল্ট্রা-গতি লেজার রশ্মিও তথাকথিত আলোর গতি অতিওক্রম করার ক্ষমতা রাখে। আইন্সটাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী আলোর গতি ধ্রুব। কিন্তু নতুন এও গবেষণা সত্যি প্রমাণিত হলে বিখ্যাত আপেক্ষিক তত্ত্বেও পরিবর্তন অবসম্ভাবী। ক্রিস্টিয়ান সায়েন্স মনিটরে সম্প্রতি এ গবেষণা পত্রটি প্রকাশ করা হয়েছে।

একই সাথে সে জার্নালে দুই জার্মান পদার্থবিজ্ঞানী শূণ্যস্থানের প্রকৃতি নিয়ে একটি গবেষণা পত্র প্রকাশ করেছেন। খবরঃ সায়েন্সটেক24.কম  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.