সবুজে সবুগে সাজানো গ্রাম সারি সারি গাছপালা শুরু হয়েছিল
প্রথম উথান
যখন করেছিলে পরাজয়
১৯৯৯ বিশ্বকাপে
প্রবল পরাক্রমশালী
পাকিস্তানকে।
জোরালো করে
তুলে আবেদন
পুরো বাঙ্গালী দামাল ছেলে
টেস্ট ক্রিকেটের
সদস্যপদের জন্য
তুমুলভাবে।
আবশেষে
সফল করে
২০০০ এর ২৬শে জুন
সেই আন্দোলন
হয়ে টেষ্ট ক্রিকেটের
দশম সদস্য।
অভিষেকের প্রথমই
প্রথম ইনিংসে
সদলবলে বাঙ্গালী
করে ফেলে ৪০০
কাপিয়ে
প্রতিবেশী ভারতকে।
একদিন
করে রেকর্ড ভঙ্গ
কার্ডিফের মাঠের
ওয়ানডে করে পরাজয়
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়া।
একে একে
হার মানে
টেস্টের সব
সদস্য
ওয়ানডেতে করে
পরাজয়।
২০০৫ এ
টেস্টের সদস্য
জিম্বাবুয়েকে
চট্টগ্রামে
বিশাল ব্যবধানে করে পরাজয়
তুলে নেয় প্রথম জয়।
একে একে বিদেশের মাটিতে
ওয়েস্ট ইন্ডিজকে
সিরিজ করে পরাজয়
এবং দেশের মাটিতে
ওয়ানডেতে নিউজিল্যান্ডকে
করে হোয়াইটওয়াশ।
তাক লাগিয়ে দেয়
পুরো বিশ্বকে
ধীরে ধীরে বন্ধ হয়ে যায়
সারা বিশ্বের
নিন্দাময় চাহনি
এক টাইগারের গর্জনে।
কিন্তু এবার ২০১১
শুরু করে দেয
নিন্দাময় চাহনি
যখন স্বাগতিক হিসেবে
বাংলাদেশ প্রথম রাউন্ডেই
মেনে নেয় স্বপ্নের পরাজয়।
তবুও আশা ছাড়েনি
পুরো ত্রিশ কোটি বাংলাদেশী
তারা আশায় বুক বাধে
স্বপ্ন দেখে
একদিন বাংলাদেশও করবে
স্বপ্নের বিশ্বকাপ জয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।