আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটে বাংলাদেশের বিজয়

ওয়াসিকুজ্জামান অনি

আজকের ম্যাচটিতে বাংলাদেশ দুর্দান্ত খেলে নিজের সম্মান ফিরিয়ে এনেছে। সাকিবের অসাধারন পার্ফরমেন্স আর মাশরাফি ও রুবেলের দুর্দান্ত বোলিং এজয় সহজ করে দিয়েছে। সাকিবের ইনিংস্টি যারা দেখেননি তারা একটি অসাধারন ব্যাটিং মিস করেছেন। আক্ষেপ হয় কেন যে বাংলাদেশ এমন খেলেনা সবসময়, আবার নিজেই বুঝি যেতে হবে অনেকদুর। দুর্বল ক্রিকেট কাঠামো দিয়ে সাফল্য লাভ করা খুব কঠিন। যা হোক এ বিজয়ে বাংলাদেশকে অভিনন্দন আর সাংবাদিক ভাইদের বলছি বেশি লেখালেখি আর স্তুতিগান গায়ে এ বিজয়কে কলুষিত করবেননা, এ শুধুই আরেকটি বিজয়। বরং বাংলাদেশ যেন আরো এমন খেলতে পারে তার জন্য আমাদের ঘরোয়া ক্রিকেট এর দুর্বলতা গুলো নিয়ে গঠনমুলক লেখা লিখুন। আশ্রাফুলের মত মফান বানানোর চেষটা করে সাকিবের মাথা খাবেননা। সব শেষে সাবাস বাংলাদেশ, অভিনন্দন তোমাদের এই গরিব দেশের দুঃখি মানুষদের আনন্দের উপলক্ষ এনে দেবার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।