আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটে অসি সাম্রাজ্যের পতন !



গত এক দশক জুড়ে ক্রিকেটের একছত্র অধিপতি ছিলো অস্ট্রেলিয়া। এক দিনের ক্রিকেট এবং টেস্ট উভয় ক্ষেত্রে তারা ছিলো অবধারিতভাবে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ওখানে অন্য কোন নাম ছিলো অকল্পনীয়। বছর খানেক ধরে একদিনের ক্রিকেটের ১নং স্থানটি অস্ট্রেলিয়া থেকে কেড়ে নেয় দক্ষিণ আফ্রিকা। ওভালে শেষ টেস্টে ১৯৭ রানে ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের পর শুধু এশেজ পরাজয় দিয়েই তা শেষ হয়নি সাথে টেস্টের শীর্ষ আসনটিও হারিয়েছে অসিরা। এখন তারা এক ধাক্কায় নেমে গেছে ৪নং স্থানে। অথচ এর মাত্র একদিন আগে ম্যাথু হেইডেন বাংলাদেশের টেস্ট মর্যাদা কেড়ে নেয়ার পরামর্শ দিয়েছিলেন আইসিসিকে ! দুদিন না যেতে নিজেদের মর্যাদা নিয়েই টানাটানি শুরু হয়ে গেছে। সাদা চামড়ার অহঙ্কার লুটিয়ে পড়েছে কালো আফ্রিকার কাছে ! সর্বশেষ হিসাবে টেস্টে ১নং দক্ষিণ আফ্রিকা ২নং শ্রীলঙ্কা ৩নং ভারত ৪নং অস্ট্রেলিয়া, ৫নং ইংল্যান্ড ৬নং পাকিস্তান ৭নং নিউজিল্যান্ড ৮নং ওয়েস্ট ইন্ডিজ ৯নং বাংলাদেশ । ঈশপীয় নীতিবাক্য- অহঙ্কার পতনের মূল !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।