সব ক'টা জানালা খুলে দাওনা...
জান্নাত ছবিটা দেখলাম গতকাল, বেশ কিছুদিন আগে মুক্তি পাওয়া হিন্দী ছবি।
ছবির বিষয় বস্তুটি ইন্টারেস্টিং মনে হওয়াতে এই ব্লগের অবতারণা।
ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে কাহিনী এ ছবির।
আমরা সাধারণ দর্শকরা আমাদের প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের খেলা কত সময় নিয়ে কত আবেগ নিয়েই না দেখি।
আমার ভাবতেও কষ্ট লাগে যে আমি কোনো খেলা দেখবো যার ফলাফল আগে থেকেই নির্ধারিত হয়ে আছে, কিন্তু আমি বোকার তা জানার কোনো উপায় নেই।
বাস্তবতা হলো খেলোয়াড়েরা তো মানুষ, তাদের দূর্বলতা থাকবেই, কিন্তু তাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কোটি মানুষকে ধোকায় ফেলে ব্যাবসা করে চলেছে বাজিকরেরা। কয়েকটি দেশে সম্ভবত এই জুয়াকে বৈধতা ও দেয়া হয়েছে।
খেলোয়াড়েরা যতদিন শারিরীক ভাবে সক্ষম থাকেন ততদিন ই কেবল খেলে যেতে পারেন, ততদিন তাদের অর্থনৈতিক একটা নিরাপত্তা থাকে, কিন্তু প্রতিটি খেলোয়াড়ের ই মনের কোনে কি তাদের অবসরের পরের দিনগুলির কথা মনে জাগেনা? গত এক দশকে আমরা বেশ ক’জন নামকরা ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত থাকার প্রমান দেখেছি; তাদের কেউ শাস্তি পেয়েছে, কেউ বা হয়তো পায়নি, কেউ বা জীবনে আর খেলতেই পারেনি। এদের মধ্যে সবাই যে নিজের ইচ্ছেতে এটা করেছে আমার তা বিশ্বাস করতে কষ্ট হয়, বরং আমার মনে হয় তারা পাতা ফাঁদে পা দিয়েছে।
কখনো কখনো আমাদের প্রিয় কোনো ব্যাটস্ম্যান এমন ভাবে আউট হয় যে আমাদের দুঃখ লাগে, কখনো কোনো ভালো বোলার এত বাজে ভাবে বল করে যে তখন সন্দেহ লাগে তাহলে কি কিছু আছে এর পিছনে?
আমি কখনই ভাবতে চাইনা এমন করে...
কিন্তু এই ছবিটা দেখার পর থেকে মনে বেজে চলেছে এই কু-ডাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।