!!!শাবাশ বাংলাদেশ!!! কোন টেকি ভাই কি আছেন আমি যদি NOKIA LUMIA 520 কি স্কাইপি কি ভালো ব্যাবহার করতে পারবো নাকি NOKIA LUMIA 620 কিনবো আমার বাজেট ২০-২২ হাজার টাকার বেশী নয়। আমি ভাই নোকিয়া-ই কিনতে চাচ্ছি। আর কেউ জানালে সম্ভব হলে বলবেন যে ক্যমেরা, ইন্টারনেট কোন মডেলের টায় বেশী ভালো কাজ করবে। প্লিজ জানাবেন। আমার মেইল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।