আমাদের কথা খুঁজে নিন

   

বিবিধ মায়াবানী

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। রাজনীতি মায়া- বাংলাদেশের রাজনীতিবিদরা হলো সাপের মতো শুধু প্রয়োজনে এরা ক্ষমতার খোলস পাল্টায়। সরকারি আমলার মায়া- এরা হলো লাঙলের ফলার মতো- কংক্রিটের ভূমি যা স্পর্শ ও করেনা, কিন্তু নরম ভূমি ফেলে একেবারে গেঁথে ফেলে। মিডিয়া মায়া- রঙতুলি নিয়ে বসে থাকে, আর ঘটনার ক্যানভাসে ইচ্ছেমতো রঙ মাখিয়ে দেয়। জনগণ মায়া- আমজনতা, যার রসটুকু সবাই শুষে খায়, আর নিজে চ্যবড়া আটি হয়ে পড়ে থাকে। উচ্চশিক্ষা মায়া- দামী শপিং মলে কেনাকাটা। (ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিবি) সুশীল মায়া- ক্যাঙগারুর বাচ্ছার মতো, নিরপেক্ষতার অন্তরালে সুবিধাবাদীদের দলে থাকে। ক্ষমতার কোল ছাড়া এরা দুলতে পারেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।