আমাদের কথা খুঁজে নিন

   

বিবিধ

অতীত কে পাশ কাটাতে চাই অবিরত, যেন ভয় পাই। সবাইকে মাহে রমযানের শুভেচ্ছা। এবার প্রথম রোজার আগের রাতে গুলশান ২ থেকে মীরপুর ফিরতে আমার সময় লেগেছিল আড়াই ঘন্টা। তখনই টের পাই এবারের রোজায় দেশের অবস্থা সুবিধার হবে না। এরপরের ২ দিনও দীর্ঘ যানযটে পড়ে মাথা ব্যথা নিয়ে বাসায় ফিরি।

তারাবীর নামায পড়া হয় নি। হয় নি ঠিকমত ইফতার করা। সাথে বোনাস হিসেবে চলছে লোডশেডিং। যখন তখন। অদ্ভুত।

ভীষন কস্টে আছে দেশের মানুষ। বাজারে যেতে হয় না। নইলে মাথা যে আরো গরম হত তা বলাই বাহুল্য। কিন্তু এসবের পরেও যদি আমাদের মহামান্য নেতা নেত্রীদের মুখে কিছু বুদ্ধিদীপ্ত আশার বাণী শোনা যেত তাহলে ভাল লাগত,মনে সামান্য হলেও আশার সঞ্ছার হত। বাস্তবে তা হয় না।

আমরা পরামর্শ শুনিঃ প্রতিদিন বাজারে না যেতে, তাতে নাকি জিনিষ পত্রের দাম কম বাড়বে। কেউ বা ছাত্র নেতাদের সুবুদ্ধি দেন যে রোজার মাসে চাঁদা না উঠাতে বরং নিজ টাকায় শোক দিবসের অনুষ্ঠান করতে। নইলে জাতির পিতার আত্মা কষ্ট পাবে। (হাসবেন না কাঁদবেন আপনার ইচ্ছা)। আজকে স্মরণীয় উক্তির গ্রন্থে নাম লিখিয়েছেন আরেকজন(কে জানে উনাদের মধ্যে কোন প্রতিযোগীতা চলছে কীনা)।

আজ সেই দেশবরেণ্য ভেজাল বিশেষজ্ঞ নেতা বললেন, "কম খান, তাহলেই সব(ভেজাল) ঠিক হয়ে যাবে"। আমরা কোথায় যাব?কার কাছে যাব বলেন তো? সোমালিয়ার মানুষ না খেয়ে, কম খেয়ে আছে। আমরা কী সেখানেই যাব? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।