আমাদের কথা খুঁজে নিন

   

বিবিধ

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

পশ্চিমাদের একটি গবেষনায় দেখা গেছে মুসলিমদের সাথে পশ্চিমাদের সম্পর্ক যে দিন দিন খারাপ হচ্ছে বেশিরভাগ দেশের মানুষেরা (যে ২০টি দেশে জরিপ চালানো হয়েছে) তাই মনে করে। ব্যতিক্রম শুধু পাকিস্থান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো মনে করে সম্পর্ক খারাপের দিকে এগুচ্ছে। আবার ইউরোপীয় দেশের মানুষগুলো মনে করে ইউরোপীয়রা মনে করে মুসলমানদের সাথে ইন্টারেকশন বাড়ানোটা হবে বিপদজনক। পক্ষান্তরে আমেরিকা কানাডা আর ইসরায়েলের মানুষেরা মনে করে ইন্টারেকশন বাড়লে পরষ্পরকে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ব্যংকের ৭ বিলিয়ন ডলার জালিয়াতি করে মেরে দিয়েছে এক ভুয়া ব্যবসায়ী। জালিয়াতিটা করেছে এমন কায়দায় যে গত কয়বছরেও তাকে কেউ সন্দেহ করেনি। এটি পৃথিবীর সবচাইতে বড় কর্পোরেট জালিয়াতি। গতকালের প্রধান খবর ছিল এটি। যারা সন্ধার পর মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য দু:সংবাদ।

এটি গভীর ঘুমের ব্যঘাত ঘটায়। এর তরংগ মস্তিষ্কের গভীর ঘুমের অনুভুতিকে নষ্ট করে দেয়। তাই জার্মানীর বিগ্গানীরা উপদেশ দিয়েছেন সন্ধার পর ল্যান্ড ফোন ব্যবহারের জন্য। প্রযুক্তির আর একটি বিড়ম্বনা ইন্টারনেট ক্রাইমের ব্যপারে আমরা সবাই অবহিত আছি। দক্ষিন কোরিয়া সাইবার গেম এতই জনপ্রিয় যে তা এখন কমবয়সিদের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে।

কিছুদিন আগে দুজন মারা গেছে অতিরিক্ত সাইবার গেম আসক্তির জন্য। অনেক বাবা মা এখন সন্তানের কি বোর্ড লুকাচ্ছেন কখনো বা রাগে কম্পিউটার ভাংছেন তাদের এই সাইবার গেম প্রীতির জন্য। এটি এখন সামাজিক সমস্যা হয়ে দাড়িয়েছে। উল্লেখ্য দক্ষিন কোরিয়ায় শতকরা ৪২জন ইন্টারনেট ব্যবহার করেন। বিবর্তনবাদীদের জন্য দু:সংবাদ।

বিবর্তনবাদের মতে মানুষ ক্রমে ক্রমে উন্নত জীবে পরিনত হয়েছ। যতই দিন যাচ্ছে তার চিন্তাভাবনা জটিলতর হচ্ছে। কিন্তু জার্মানের বিগ্গানীরা কয়েক হাজার বছর পুরানো একটি জাতির ভাষা গবেষনা করে দেখেছেন তাদের গননা করা যে পদ্ধতি ছিল তা আধুনিক গননা পদ্ধতিগুলোর চাইতে উন্নত ছিল। আমার কিন্তু সক্রেটিস, প্লোটো, আর ঈসপদেরকে আধুনিক যে কোন গ্গানীমানুষের চাইতে চিন্তা ধারায় অধিকতর উন্নততর মানুষ মনে হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট সারকোজি ভারতে সফরে আসছেন।

কিন্তু ভারতীয় কর্মকর্তারা চিন্তায় পড়েছেন তার গার্লফ্রেন্ডকে কি প্রোটোকল দেয়া যায়। কিছুদিন আগে বৌয়ের সাথে ছাড়াছাড়ির পর ফ্রান্সের এই প্রেসিডেন্ট ভদ্রলোক গার্লফ্রেন্ডকে নিয়ে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।