আমাদের কথা খুঁজে নিন

   

খোলস

লেখালেখির কারখানা খোলস[/sb মুবিনুর রহমান চোখ বন্ধ করলেও দেখিনা আলো চোখ খুললে দেখি অন্ধকারের পশম এতো ঝক্কি! সময় যেন আর নিজের নেই, অন্য কারো- কোথাও নেই কোন অবলম্বন সুমসৃণ পথ বাধাহীন দৃষ্টি, চিরাচরিত আনুমানিক সূর্য হঠাৎ দেখা চাঁদ আলুলায়িত মেঘমালা দূরের আকাশ বাচ্চা পোলাপানের মুতের মতো চিরিত চিরিত বৃষ্টি সবই যেন চলছে চলবে থেমে গেছে শুধু আমার প্রগতির চাকা, প্রত্যয়ের ডানা প্রবৃদ্ধির পদ। এমন কেন? প্রতিবন্ধি মন আর অসাড় দেহে জমেছে শতবৎসরের আলস্য- এমনি করেই কি আসবে পঙ্গু ভবিষ্য? ২৮/০৯/২০১০ নেত্রকোণা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।