আমাদের কথা খুঁজে নিন

   

খোলস



এখন কী করতে পারি? আমি কী বেঁচে আছি? প্রশ্ন রাখি। কেউ জবাব দেয় না। আবার প্রশ্ন করিঃ হে কালূ হে চেতনূ তুমি কী জেগে? নিরুত্তর। সাড়া নেই। শব্দহীন।

কবর নীরবতা। আমি তাহলে মৃতদের প্রাঙ্গণে এসে পড়েছি? যদিও জানিূ মৃতু্য হচ্ছে তুচ্ছ জীবনের আরেক মহড়া। শেষবারের মতো চিৎকার করিূ তুমি কী জেগে? তুমি কী শুনছ আমার বুকের ধুকপুক? কী বেদনাূ কী কষ্টূ আর অশ্রুর দাপাদাপি? না কোন শব্দই উত্থিত হলো না। সমস্ত চেতনা এখানে অবলুপ্ত। অবলুপ্ত জীবনের সামান্য খোলস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।