- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
আমি কিছুই শুনিনা কিছুই বুঝিনা
রৌদ্রের অসহ্য তাপ হোক আর
আকাশের অবিরাম ক্রন্দনই হোক
আমার কিছুতেই যায় আসে না।
কুয়াশার চাদরে শীতকাতুরে হই না
মলিন হলুদও চোখে লাগে না।
সবুজের সমারোহ দাগ কাটেনা মনে
না উত্তাপ দেয় লাল কৃষ্ণচূড়া।
আমি শুধু অপেক্ষায় রয়েছি সেদিনের-
যেদিন সূর্য আর অস্ত যাবেনা পশ্চিমে।
ফেব্রুয়ারি ২০০৭
যদিও আজ বড্ড ভালো লাগায় আছি.. তবুও রি-পোস্ট করলাম পুরাতন এ কবিতা।। অনেকটা স্ববিরোধী ভাবনায় আজ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।