আমাদের কথা খুঁজে নিন

   

যদিও কখনো ভাবতে বসি

এইতো অন্ধকার, এইতো আলো, এইখানেইতো আমি!

যদিও কখনো কোন বিষন্ন সন্ধ্যায় তোমায় ভাবতে বসি নিভৃতে, দুর থেকে ভালোলাগার জমাট আলো গলে পড়তে দেখি জানালার শার্সিতে। যদিও কখনো কোন বিরহী রাতে হাতড়ে বেড়াই নষ্টালজিয়ার ছায়া, স্মৃতির আকর ভেঙ্গে দিয়ে যায় ভালোলাগার জমাট বাধানো কায়া। যদিও কখনো কোন ঘুমভাঙ্গা সকালে সদ্যস্বপ্ন বুনি তোমার র্স্পশকাথায়, ভাবনার বেড়াজাল বিধে গিয়ে বুননের শিল্প দুরে গিয়ে হারায়। যদিও কখনো উদাস ভাবনার দুপুরে করতে বসি পৃথিবী গড়ার আয়োজন, দুর থেকে হেসে উঠে অদৃষ্ট বেদনায় মন হয় অজান্তিক সমর্পণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।