যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ।।
আমার হাহাকারের মেঘে
আদুরে বালকের মতো শুয়ে থেকো আজীবন ...
মাঝে মাঝে অভিমান হলে
ঠোঁট ফুলিয়ো মিষ্টি করে, আমি তাতে
জল ভরা মেঘ দিবো ছুঁয়ে, দিবো জল বোনা
সুবাসী মেঘ; তুমি পান কোরো।
আমার তো এই আছে শুধু -
মেঘ...
ভেসে ভেসে কত দূর দূর যায়,
মেঘে স্নান করাবো; টিপ পরাবো কাজল মেঘের
একটু কাছে বোসো।
সবই রইল ওদিকে সব
জোনাক জ্বলা সাঁঝের আঁধার; দিনের আলো।
ঝাউ বনের জোৎস্না রইল; সবুজ এবং সমুদ্রও।
বেলা হলে, ক্লান্ত হলে
এদিক ওদিক সাংগ হলে
মেঘে এসো...
আমার মেঘে.. একটু কাছে...
মেঘ আদরে ঘুমিয়ে থেকো যখন খুশি...
যেমন খুশি...
১৫/০৭/২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।