আমাদের কথা খুঁজে নিন

   

যদিও

তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু; এখন আমার বর্ষাতে আর নেই অধিকার ।তবুও জলদমন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষনিক বিকার। আকাঙ্খা ছিলো তোমাকে সাজাবে বৃষ্টিকণা... যদিও হাতের তালু খালি, দূরে একাকি জলপিপি সমুদ্র গোটায় কি নিবিড় সুখ যন্ত্রনাতে, এক আকাশ হাস্নুহেনা ফোটায়। যদিও ভেতর পুড়ে ছাই জোনাকির স্তবক এলোমেলো। প্রতীক্ষার নোনা বালু স্বাদে, তার কথা এসে বলে গ্যালো। যদিও বেনে জলে স্রোত ঘোলাটে ছায়ায় মুখ দেখি; অধরা স্বপ্ন বায়ুযানে, উড়ে যায় অনন্তের পাখি। যদিও বিরান তটরেখা শুয়ে থাকা শেষ ধূলিকণায় আবার জন্ম নেবে ঠিকই, প্রাত্যহিক এমনি ঘটনায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।