আমাদের কথা খুঁজে নিন

   

যদিও স্বাধীনতা



জ্যোৎস্না-ধোয়া বৃক্ষের ডাল পেঁচিয়ে সৌন্দর্য্য মাপে গর্ভিনী সাপ আমি তুলি হাতে সে বৃক্ষের নীচে গিয়ে দাঁড়াবো-- জন্তুর হিংস্র থাবায় স্বাধীনতা মৃত্যুমুখী জেনে। জ্যোৎস্না-ধোয়া বৃক্ষের ডালে বসে হুতোমপেঁচা নি:স্তব্ধতা ভাঙে তবুও ণৈ:শব্দ্য নামে আশ্চর্য নীলাভ অরণ্যে অসীম নক্ষত্রের আলো দেখে দেখে আমি তুলি হাতে সে বৃক্ষের নীচে গিয়ে দাঁড়াবো-- জন্তুর হিংস্র থাবায় স্বাধীনতা মৃত্যুমুখী জেনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।