এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
কল্পনার তুলো খসে নিরাকার সব শূন্য। পাঁচ নর্তকী খেয়ে যায় শরীরে। আকাশময় শূন্যে ঁেগথে নাও মন। যদিও ওঠা বারণ; উঠে দেখো কেমন খাটো হয়ে আসে সমাজের চোখ। সম্পর্কের পিছে আপন হয়েছে অনাত্মীয়।
নিভে যাওয়া মোমবাতি নিষপ্রাণ দাঁড়িয়ে টেবিলে। প্রাণিজ আগুন নিভে গেছে চিত্তের বানে_ বিনোদনে। আলি কালি কত যে ঘুরলো কাহ্ন অন্য লোকালয়ে। টাকার কাঠিতে যোগানীর যেন না ভঙে জীয়ন ঘুম । তুলো খসা চোখে কেউ কেউ নিরাকার দেখে নেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।