ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
কেন যে কবিকে বলো আত্মকেন্দ্রিক, দুঃখবিলাসী
সে-ও রক্ত-মাংশে গড়া, রয়েছে হৃদয় তার বুকের গভীরে।
সাধারণ মানুষ যেমন বোঝে সুখ-দুঃখ জীবন-যাপনে
সে-ও তো তেমনি বোঝে বিরহের ঝড়, কষ্ট-বেদনাকে
না হয় একটু বেশি বলে কবিতা ও গানে
কী এমন ক্ষতি বলো তোমাদের তাতে!
যদি সে পূর্ণিমা রাতে জ্যোছনাকে দেখে ভিন্নভাবে
আকাশের গভীরে খুঁজতে থাকে এক নতুন আকাশ
অমানিশায় যদিই খোঁজে আঁধারের গভীরতা, সুনসান নিরবতা
লোকালয় থেকে যার ভিন্নতা থাকতে পারে কিছু
অথবা সে কোলাহলে থেকে হয় নিতান্ত একাকী
কেন যে তোমরা দোষ দাও থাকে, বুঝি না কিছুই!
আমরা যা দেখি সাধারন চোখে, ভাবি না কিছুই অন্দরে কন্দরে
যদি কেউ ভাবে নতুন লেখার কষ্ট-বেদনায়, নিজস্ব সাধনায়
চলো না সবাই দেবো তাকেই প্রেরণা আরো
বিপুল উৎসাহ নিয়ে শুভেচ্ছায় কিংবা আলাপনে-
কেন যে কবিকে বলো আত্মকেন্দ্রিক, দুঃখবিলাসী!
হতেও পারে তা আবিষ্কারের জননী একদিন
যেমন হয়েছে অতীতে প্রয়োজনীয় কিছু
হবেও জানি তা আগামীতে প্রাণের দাবীতে
প্রজন্মের ঘরে, তোমাদেরই জন্যে লোকালয়ে।
27.12.2003
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।