যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। ঝড় আসছে তেড়ে।
যেয়ো নাকো রাখাল ছেলে
গরুর পাল নিয়ে ঐ নদীর ঘাটে।
হঠাৎ,যদি না আস তুমি ফিরে
আমি যে ব্যার্থ হব প্রেমে।
আমি যে তুমার শ্বাস
বাতাস থেকে নেই,
তুমার বদনঘ্রাণ
ফুল থেকে নেই,
আমি যে তুমার মাঝে
আমার প্রভূকে দেখি।
তাইতু,আমি তুমার
পদচিহ্নকে সংগোপনে
সেজদা করি,কদমবুচি করি,
প্রভূ অপেক্ষা তুমায়
আমি আপন ভাবি।
তুমি আমার প্রাণেশ্বর,
তুমি অপেক্ষা নাই
অধিক প্রিয় ধরণীতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।