আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটে মেয়েরাই করবে এবার বিশ্ব জয়....!!!

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছে আয়োজক কমিটি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার থেকে চারটি ভেন্যুতে শুরু হচ্ছে বাছাই পর্ব। মিরপুর, ফতুল্লা ও বিকেএসপির দুটো মাঠে খেলাগুলো হবে। প্রতিযোগিতায় দুই গ্র"পে দশটি দল অংশ নেবে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, টুর্নামেন্টের জন্য চারটি ভেন্যু সম্পূর্ণ প্রস্তুত।

পাকিস্তান ও জিম্বাবুয়ে ছাড়া বাকি সব দল এরই মধ্যে চলে এসেছে। বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, "মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্ব কম নয়। এবার আমরা বাছাই পর্ব আয়োজন করছি। ভবিষ্যতে হয়তো মূল পর্বও আমাদের এখানে হবে। " "মেয়েদের ক্রিকেট নিয়ে আমাদের দীর্ঘ মেয়াদী কোনো পরিকল্পনা ছিল না।

তবে এখন পরিকল্পনা নেয়া হয়েছে। প্রধান কোচ হিসেবে মমতা মাবেন এসেছেন। আগামীতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের জন্য বিদেশ থেকে আলাদা-আলাদা কোচ আনা হবে," যোগ করেন তিনি। বিসিবি সভাপতি বলেন, "ক্রিকেটে ছেলেরা অনেক এগিয়ে গেলেও মেয়েরা তেমন এগোতে পারেনি। এখনো খুব বেশি মেয়ে ক্রিকেট খেলে না।

তাই মহিলা ক্রিকেটে বাংলাদেশ পিছিয়ে আছে। " "মহিলা ক্রিকেটকে এগিয়ে নেয়ার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। বাছাই পর্ব তারই একটি ধাপ মাত্র," যোগ করেন তিনি। বিসিবি সভাপতি বলেন, "বাছাই পর্ব আয়োজনের জন্য আইসিসি আমাদের ৩ লাখ ১৭ হাজার মার্কিন ডলার দিয়েছে। বাকি খরচ বিসিবির তহবিল থেকে দেয়া হবে।

এই টাকা আমরা স্পন্সরদের কাছ থেকে নেয়ার চেষ্টা করবো। " Click This Link ভারতের আদলে মেয়েদের জন্য আলাদা একটি অ্যাকাডেমি গড়া হবে বলে জানান মুস্তফা কামাল। তিনি বলেন, মহিলা ক্রিকেটারদের জন্য বেতন কাঠামো নির্ধারণ করা হচ্ছে। এখন পর্যন্ত ১৬ জনকে বেতন কাঠামোতে নিয়ে আসা হয়েছে। আগামী বছর আরো ১৪ জনকে বেতন কাঠামোয় নিয়ে আসার ঘোষণাও দেন তিনি।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ছাড়াও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ, বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস, বিসিবির মেয়েদের কমিটির সভাপতি ও আয়োজন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, আয়োজক কমিটির সমন্বয়ক আলী আহসান বাবু ও টুর্নামেন্টের মিডিয়া ব্যবস্থাপক লুসি বেঞ্জামিন উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট সফল করতে ঢাকার স্কুল-কলেজগুলোতে প্রায় ১০ হাজার 'ফ্রি পাস' পাঠাবে বিসিবি। অবশ্য বিনা টিকেটে সবগুলো খেলাই দেখা যাবে। বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড। তবে শুধু স্পন্সর হওয়া নয়, মাঠে দর্শক-সংখ্যা বাড়াতে বিসিবির দিকে সাহায্যের হাতও বাড়িয়েছে তারা।

প্রত্যেক ম্যাচে দর্শকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবগুলো খেলা এটিএন বাংলা সরাসরি স¤প্রচার করবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।