বিসিএস পরীক্ষায় কোটা-পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের ‘বর্বরোচিত হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি এবং পরীক্ষার্থীদের দাবি বিবেচনায় নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার রাষ্ট্র ও জনপ্রশাসনকে মেধাশূন্য করার সুদূরপ্রসারি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী সরকার তাদের অপশাসনের ফলস্বরূপ জনবিস্ফোরণ দেখে এতটাই বেসামাল হয়ে গেছে যে, বিরোধী দলকে দমনের পাশাপাশি কোমলমতি ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি-দাওয়া বিবেচনায় না নিয়ে তাদের ওপর পুলিশ এবং যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে হামলা চালাচ্ছে।’
ফখরুলের অভিযোগ, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সরকার একদিকে শাহবাগে গণজাগরণ মঞ্চকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, অপরদিকে বিসিএস পরীক্ষায় কোটা-পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দাবিয়ে দিতে ন্যক্কারজনকভাবে ওই স্থানে পুলিশ লেলিয়ে দিয়েছে।’
মির্জা আলমগীর বলেন, এ দেশের মেধাবী শিক্ষার্থী যারা দেশের ভবিষ্যত্ কর্নধার, তাদের ন্যায্য দাবির প্রতি শুধু বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনই নয়, বরং তাদের ওপর অমানবিক পুলিশি নির্যাতনে গোটা দেশবাসী বিস্ময়ে হতবাক হয়েছে। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই এ ধরনের জঘন্য ও বর্বর ঘটনা ঘটাতে কুণ্ঠিত কিংবা লজ্জাবোধ করছে না বলে তিনি দাবি করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।