যান্ত্রিক সময়ের প্রতি কিছুটা বিতৃষ্ণা থাকলেও মাঝে মাঝে মনে হয় যন্ত্রের যন্ত্রণা ছাড়া মানুষ চলতে পারবে না। সে জন্যই হয়তো জীবনের চাকা চালাতে যন্ত্রপাতির পেশাই বেছে নিয়েছি। বহুবার দেখেছি, পড়েছি, শুনেছি- তোমাগো কথা
" বাংলা পরীক্ষার সময় অন্য পরীক্ষা ব্লা ব্লা"...
এখন শুনো আমাগো আমজনতার কথা।
শাহবাগী গাঞ্জার নেশা তো আমাগো কাইটা গেছে। কল্কির ধোয়ায় আর আচ্ছন্ন নাই তোমাগো উদ্দেশ্য।
পুলিশের পিঠে খাড়ায়া বিরানি, পানি, ওয়াইফাই নিয়া তো বহুত যুদ্ধ যুদ্ধ খেললা। আবার এইটার নাম দ্বিতীয় মুক্তিযুদ্ধ্ও দিলা। যাউকগা। এলা ক্ও আমাগোরে বাংলা পরীক্ষা তো চলতাছে। কবে নাগাদ শেষ করতে পারবা তা' তোমাগো ব্লগার ইমরান্ও জানে না (এই পোলার কোন ব্লগ আজ পর্যন্ত পড়বার পাইলাম না।
আফসুস!)।
তো' যেহেতু বাংলা পরীক্ষা শেষ হইবার আগেই আশানুরুপ ফল পাইছো, তাই তোমাগোরে জিগাই, অন্য বিষয়গুলোর পরীক্ষা তোমরা কবে শুরু করবা ? ধরো পরীক্ষার পরীক্ষক মানে আমজনতা তোমাগোরে অনুমতি দিয়া দিছে সকালে বাংলা, দুপুরে ইতিহাস, সন্ধ্যায় ভুগোল পরীক্ষা দিবার জন্য।
তো জাদুমনিরা শুরু করো। তোমাগো হাতে এখন দেশের ভবিষ্যত। বিরানি সাপ্লাই বন্ধ হইছে তো কী হইছে ? দেশপ্রেমের কাছে বিরানি কী ??
ধরো প্রথমেই শুরু করলা সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়া।
এইটারে তোমরা ইতিহাস ভুগোল যে কোন বিষয়ে ফালায়া দা্ও। এরপর ধরো পদ্মা সেতু ও রেলের কালো বিড়ালটারে।
আরো বহুত সাবজেক্ট আইতাছে। তোমাগো উপর চাপ হইয়া যাইবো। পরে দিমুনে।
তোমরা কিন্তু মেধাবী ছাত্র। মেধাবীরা পরীক্ষায় গোল্লা দেয় না। কাজেই ময়দান থুক্কু তোমাগো পরীক্ষার হল ছাইড়া ভাইগো না।
হাঁক তোলো- জান যায় যাবে, কিন্তু পরীক্ষা কমপ্লিট কইরা পাস করমু ইনশা্ল্লাহ্। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।