আমাদের কথা খুঁজে নিন

   

"শাহবাগী দের ছাগু আতঙ্ক" শীর্ষক একটা গবেষণা পত্র প্রকাশিত হতে যাচ্ছে।

হাতুড়ি মারা উচিত "শাহবাগী দের ছাগু আতঙ্ক" শীর্ষক একটা গবেষণা পত্র প্রকাশিত হতে যাচ্ছে। এই জার্নাল এ থাকবে কিভাবে শাহবাগীরা অদৃশ্য ছাগু আতঙ্কে ভুগে। কোন ধরনের মানসিক জটিলতা থেকে ছাগাতঙ্ক রোগের সৃষ্টি হয়। পৃথিবীর বিখ্যাত মনঃবিজ্ঞানিদের সমন্বয়ে গঠিত প্যানেল তাদের গবেষণার বিভিন্ন দিক এই বইটিতে তুলে ধরেছেন। তারা কিছু স্যাম্পল শাহবাগী এবং কিছু ছাগুকে নিয়ে একটি ঘরের মদ্ধে রেখে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন, যেটা সারা বিশ্বে “Hamba Horn Study” হিসেবে পরিচিত। এই গবেষণার ফলাফল গুল বিষদ ভাবে বর্ণনা করা আছে বইটিতে। বিজ্ঞানীরা শাহবাগী দের ছাগু আতঙ্ককে বিভিন্ন বিভাগে বিভক্ত করেছে, যেমনঃ ভার্চুয়াল ছাগুতঙ্ক, ফিসিকাল ছাগুতঙ্ক, পলিটিকাল ছাগুতঙ্ক। মানবাধিকার এবং ছাগুতাঙ্ক নামে একটি অতিরিক্ত গবেষণা পত্র প্রকাশিত হচ্ছে। যাদের মনে মাঝেমাঝে প্রশ্ন উকি দেয় প্রগতিশীলরা কেন প্রতিবন্ধী হয়ে পরে, এই গবেষণায় বের হয়ে এসেছে তার উত্তর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.