শাহবাগী ভারতীয়
প্রজন্ম:------- ---
যখন সীমান্তে ভারতীয় বাহিনী হাবিব
নামের কোনও নিরপরাধ
বাংলাদেশীকে উলঙ্গ করে পিটায় তখন
তথাকথিত দেশপ্রেমীরা নীরব
থাকে কারন তাদের দেশপ্রেম ভারত
প্রীতির কাছে উলঙ্গ হয়ে গেছে অনেক
আগেই!
সীমান্তের কাঁটাতারে যখন
ফেলানীকে হত্যা করে লাশ
কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয় তখনও
আমাদের রাষ্ট্র জোরালো প্রতিবাদ
জানানোর
প্রয়োজনীতা মনে করে না কারন
সরকার পুরো দেশটাকেই ভারতীয়
কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে!
যখন এই দেশেরই একজন
মন্ত্রী ভারতের পক্ষে সাফাই
গেয়ে সীমান্ত হত্যাকে বৈধতা দেয়
তখনেই দেশের চেতনাধারী নুন্যতম
প্রতিবাদ করার দরকার
মনে করে না কারন সেই
মন্ত্রী ভারতেরই জামাতা!
যখন সুজাতা সিং নামক ভারতীয়
মহিলা এই দেশের নির্বাচনে হস্তক্ষেপ
করে একটি দলের
বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয়
তখনও আমাদের চুশীল সমাজ
মুখে রা তোলার সাহস পায় না কারন
মহিলাটা পাকিস্তানী না ভারতীয়!
যখন দেশের তল্লাটে নোবেল
বিজয়ী রেখে পাশের দেশের নোবেল
বিজয়ীকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়
তখন এই দেশের দালাল মিডিয়ার একটুও
আত্মসম্মানে লাগেনি কারন নামের
পাশে' দাদা-দাদা'ভাব গো!
যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের
নামে সুন্দরবন ধ্বংস
করে ভারতকে ইজারা দেয় তখন
শাহবাগী চেতনাবোধ 'রাম লীলা'য়
ঘুমিয়ে রয়! কারণ চেতনাখানা ক্ষেত্র
বিশেষে সিজনাল এবং সিলেক্টিভ!
যখন সরকার ট্রানজিটের
নামে ভারতীয়দের অবাধ বাণিজ্যের
সুযোগ করে দেয়ার পরও তিস্তার
পানি নিয়ে সে দেশের সরকার
গড়িমসি করে তখন একটিবারও মনে হয়
না কারো নতজানু বা অঙ্গরাজ্য
হওয়ার জন্য দেশ স্বাধীন হয় নি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।