আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগী হুশিয়ার

আমি আমার মত আজ আমি সত্যি এই প্রজন্মের ১ জন কাজী নজরুল এর অভাব বোধ করছি। কসম খোদার আজ যদি আর একজন কাজী নজরুল জন্মায় আমি লিখে দিব, এই শাহবাগ থেকেই আর একটি ২০১৩ এর নতুন ইতিহাস, জন্ম নিবে। লেখক হতে আজ আর প্রকাশনীর দাড়ে যেতে হয়না, একটি ব্লগ আর একটি জুকারবারগ এর ফেসবুক ই যথেষ্ট। আমাদের রক্তের গর্জন শিরা উপশিরা দিয়ে সারা শরীরের লোমকূপে স্পন্ধন দিচ্ছে , নজরুল নই বলে হয়ত লিখতে পারছিনা। রক্ত বঙ্গপ সাগরের মতো ফুঁসছে ।

আজ নজরুল যদি ২০১৩ তে থাকত তার কবিতা হয়ত এটাই হত। দুর্গম গিরি কান্তার মরু, দুস্তরও পারাপার হে লঙীতে হবে রাত্রি নিশিতে শাহবাগী হুশিয়ার। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে সরকার পথ, ছিড়িয়েছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ ? কে আছ জওয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। অনিয়ম ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার জয় বাংলা। বাংলার জয়।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.