অতীত কে পাশ কাটাতে চাই অবিরত, যেন ভয় পাই।
জগজিৎ সিং এর ভক্ত অনেকেই আছেন এখানে। তার চলে যাওয়াটা অনেক অনেক কষ্টের। জগজিৎ-চিত্রার অসংখ্য মন মাতানো গজল থেকে একটির অনুবাদ করলাম। খুবই সাধারন অনুবাদ।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এটি খাঁটি উর্দু গজল।
*** *** *** *** *** ***
কেউ বুঝবে কি বাগানের রহস্য
কাঁটাই যদি না করল রক্তাক্ত?
হঠাৎ হঠাৎ দু'জন মুখোমুখি
থেমে যদি যায় হৃদস্পন্দন?
ফুল বেছে নিয়েছে তার পছন্দের কাঁটাও
তারপরও রিক্ত আজ ফুল কুড়ানির আঁচল
কি রাজকীয় আমার এ মহল!
তার নেশাতেই যদি নড়ে যায় তার ভিত্তি ?
গড়ে তো নিয়েছি সুউচ্চ প্রাসাদ,
বরফ আমার বন্ধু না শত্রু, বুঝেছি কি?
*** *** *** *** *** *** ***
গানটির ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=PD862561WxQ
গাজাল ভক্ত রা মুগ্ধ না হয়ে পারবেন না। গানটি শুনলে আমার মনে হয় পৃথিবী এখনও সুন্দর।
সবাইকে আগাম ঈদ মুবারাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।