আমাদের কথা খুঁজে নিন

   

তুমি বুঝবে না

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

তুমি বুঝবে না চোখের ভেতর খেলা করে নদী, খোর স্রোতা ঢল বেয়ে তার ছন্দ, দন্ড শোনায়, মরণ কথা তুমি বুঝবে না অনলের লেহিলান শিখা আচঁড় দিয়ে যায় কৃষ্ণ তিমিরে ডিজিটাল তার কত অংশ বয়ে নেয় তব শিবিরে কাজলের গভীর পানে চাহি চাহি ঘুম আরও গভীর হয় । তুমি বুঝবে না, রাতের গভীরেই কেবল রাত থাকে না, কারও কারও ঠাটানো সুর্য বেলায়ও রাত আসে নেমে মাথার ঘাম হয়ে ঝরে যায় দিনের আয়ূ। থেমে যায় বায়ু থমকে দাড়ায় স্নায়ু, গভীর ঘুম নেমে আসে, কোলাহল পূর্ণ পথে আনন্দ মিছিল বদলে যায় শব রথে। তুমি বুঝবে না, রাতের গভীরেই কেবল আধার নেই ল্ইাট পোষ্টের নিচে দাড়িয়েও কেউ কেউ আলো হীন শিক্ষার টর্চ ওদের ছুয়ে যায় কখনও, অর্থের বাধায় ভাতের আলো ওদের বাড়ি যায় না, কেবলই কাদাঁয় আধার নামায় তাদের জ্ঞানে, অজ্ঞান নামায়। তুমি বুঝবে না, কেন না তোমার পথগুলোয় গালিচা বিছানো সম্বোর্ধনা আমারটায় তিরস্কার, দূর ! দুর ! জমিদারী পুরুস্কার তুমি বুঝবে না, কারও কারও হাতে হারিকেন থাকলেও তাদের আলোর অভাব। তাদের রাত এএম, পিএম হিসেবে আসে না, তারা ঝপ করে নামে দিনের কঠিন বাস্তবতায়, সূর্য আলোয়, সোডিয়াম ঝলমলেও গভীর রাত আসে, ডিসমিস্ লেখা সরকারী খামে। তুমি বুঝবে না, রাতের গভীরেই কেবল রাত আসে না। তুমি কি বুঝবে (অপমান করছি না), সীমারেখায় আবদ্ধ দেয়াল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।