শাফিক আফতাব............. পিছুটান, মাধ্যাকর্ষণ শক্তির মতোন কেন্দ্রের দিকে ধাবিত করে রাখে_ মদ আর গাঁজার আসরে কিংবা কোনো কবিতার আড্ডায় উপস্থিতি নেই তাই। অন্ন আর বস্ত্রের সংস্থানে ঘানি টেনে যায় দিবসের পুরোভাগ : এই জীবনে কেউ আপন হলোনা, কারো সাথে একটুও অনুরাগ। এই শহরেই কেটে গেলো প্রায় দুটি যুগ, কেউ চেনেনা এই অধমেরে ঘর আর বাহির আর কর্মস্থলের প্রাচীর ছাড়া যাতায়াত নেই একদম যদি কোনোদিন বাতাস খেতে যাই একটু সময়ের জন্য নদীতীরে সেদিন পেটের উপর বাড়ি পড়ে, উপোসে কাটে, আল্লাহর কসম। মেধাবীরা এগিয়ে গেলো, আমি শুধু বসে বসে উর্বর জ্ঞানে দিলাম ওম, অহংকারে আর ক্ষোভে আর মামাহীন চ্যানেলহীন থাকলাম বেকার ; পত্রিকার সাময়িকীতে তরতাজা কবিতা আসে কবির আর আসে গল্পগরম। এখন দুবেলা দুমুঠো ভাত, বড় হবার সাধ নেই, সাধ শুধু বেঁচে থাকার। কবিতার ব্যাগ কাধে একদিন বড় আশা নিয়ে পাড়ি জমাই এই শহরে কবি হবার সাধ নেই, গীতিকার, বড় চাকুরে, এখন বড় ক্ষুধা পেটের ভিতরে। স্বপ্নভঙ্গ, ১২.০৭.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।