যা শিখেছি, সেখান থেকেই কিছু বলার ও করার চেষ্টা করি
আবার ফিরে আসি-
ধুলোজমা পুরোনো খুঁনসুটিকে নতুন প্রাণে জাগাতে,
ফিরে আসি- মধ্যরাতের এক আকাশ তারার আলোয়
তোর হেয়ালীভরা মান ভাঙাতে;
আবার ফিরে আসি-
তোর ভেজা চুলের গন্ধের মাদকতায় মাতাল হবার নেশায়,
ফিরে আসি- তোর গভীর চোখের মায়া কাজলে
এঁকে দিতে আমার চিরন্তন প্রেমের দাবি;
ফিরে এসে আবার
নতুন ভোরে বলব তোকে-
" ভালবাসি "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।