জীবনটা যদি স্বপ্ন হত, স্বপ্নভঙ্গ মানেই মৃত্যু । মন্দ হত না !!!!
যতই বলি আমার কোন পিছুটান নেই কিন্তু পিছুটান টের পাই বলেই
বার বার অস্বীকার করে নিজের গত্যন্তর ঘটাতে চাই ।
জান্তব অনুভূতির নীরজা হয়ে ঠায় আর কতদিন ?
তবু বারবার আঁকড়ে ধর কেন, আমি যে ত্রস্ত হই, বোঝো না !!!
ঠিকই বল তুমি, আমি দুর্বিনীত কিন্তু বিশ্বাস করো- এটাই আমার অবলম্বন ।
মহুয়ার মত নিংড়ে সবটুকু সংশয় আমার থেকে কেড়ে নাও
আমি ঝুম বৃষ্টিতে ভিজে সুখী হতে চাইনা, আমার কান্নায়, আমার সুখ !
কোথা থেকে পাও এত খরতাপ, নিঠুর গাঁথুনি আর জর্জর অনুভূতি ?
যদি বিড়ম্বনাই হই তবে দূরে থেকেও জড়িয়ে রাখ যে......
বিশ্বাস করো আমি কাওকে চাইনা, আমার যে অনেক কিছুই আছে-
রাতভর নিঃসঙ্গতা, বারান্দার নেতিয়ে পড়া রোদ আর মন খারাপ করা আঁধার ।
তুমি কেন ভাবো, ভালবাসা অবিনশ্বর ?
চোখের সামনে আমাকে দেখেও কি বোঝো না, ভালবাসা ছাড়াও মানুষ বেঁচে থাকে !!!
নাকি তুমি নীরন্ধ্র ভালবাসায় এখনো অবিচল স্নান করো ?
রাতের পর রাত যখন উল্লাসে ভরে রাখতে চাইতাম তখন-
তুমি ই তো ভাবনার হাটে আমার সকল স্বপ্ন কেটে কুটে রিক্ততায় ভরেছ আমায় ।
নিকষ কালো আঁধারে আমার দুচোখ জ্বালিয়ে দিয়েছ শুন্যতার গোলমালে ।
আমি পদাহত হয়ে হাঁটুমুড়ে কুঁকড়ে পড়েছিলাম সব নতুন করে ফিরে পেতে
কিন্তু পাঁজর ভেঙ্গে যে নির্মোহ নুড়িপাথর আমার সমস্ত পথ আগলে ধরেছিল,
সেটা তোমাকে বিন্দুমাত্র দ্রবীভূত করতে পারেনি, তোমার নিস্প্রভ ঘুমন্ত চেহারায়-
আমি ঠিকই তোমার অনীহাটুকু সযত্নে ধারন করেছিলাম ।
আমি আর বিভ্রম চাইনা, নেশায় বুঁদ হয়ে স্থবির কষ্ট লালন করে অনেকটাই অসাড় হয়ে গেছি,
তুমি কি আমাকে দুহাতে নিয়ে নষ্ট করতেই চেয়েছিলে, যদি তাই চেয়েছিলে তবে-
সত্যিই তুমি বিজয়ী, আমি তোমায় এখন আর নিভৃতে আমার মাঝে লুকোতে চাইনা ।
আমার পিছুটান তুমি কেটে দাও,কোন শুরুর সামনে এসে পথ রোধ করোনা প্লিজ-
আমায় মুক্তি দিতে না পারো, হত্যা তো করতে পারো, পরবাস আর মৃত্যুতে আমার তফাৎ নেই
তবু কোন পিছুটান রেখো না, নিরঙ্কুশ হতে দাও আমায়।
আমার প্রত্যেকটা নষ্ট বসন্ত হবে- আমার চিরাচরিত অসতর্কের জ্বলে যাওয়া নিস্তব্ধতা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।