শুক্রবার গণভবনে এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের আগে প্রতিটি টেবিলে ঘুরে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত হয়।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ অগাস্টে নিহত, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
ইফতারে আলেমদের মধ্যে মাওলানা হাবিবুল্লাহ যুক্তিবাদী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মোহাম্মদ আখতার হোসেন বোখারী, আব্দুল হালিম সিরাজী, মাওলানা গোলাম মাওলা, মাওলানা ইসমাইল হোসেন, হাফিজ আব্দুল বারী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আবু হোসেন শেখ শরীয়তপুরী, মুফতি সোলায়মান আল আজাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, সমাজকল্যাণ মন্ত্রী ইনামূল হক মোস্তফা শহীদ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।