শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
আমি তো জানতাম এমনই হবে! আজ তবে কেন ফিরে চাওয়া ওপথে?
আমি তো চাইনি ফিরে আসুক সে সময়, চেয়েছি শুধু আলোর বাইরে যেতে
আমি তো চেয়েছি ভাঙ্গতে অধিকারের দেয়াল, আড়ালে আমার সত্ত্বার সত্যে
আমি তো চেয়েছি ভুল গুলোর শরীর শতছিন্ন করবো শরের আঘাতে
আমি তো জানতাম এমনই হবে! তবে আজ কেন প্রার্থনা?
আমি তো চাইনি, তুমি আলো নিয়ে আমায় কর অভ্যর্থনা
আমি তো চেয়েছি মুছে দাও পথের ক্লান্তি, নয় প্রতারনা
আমি তো চেয়েছি শুধু আকাশে বর্ণিল আলোর আনাগোনা
chorus:
তবে আজ কেন ফিরে চাই?
তোমার আলোতে হারাই?
আমার সময় থমকে দাঁড়ায়
আমার সত্ত্বা চমকে তাকায়
বিপ্রতীপ লোভে আমি যুদ্ধাহত!
তুমি নও, অন্য কেউ আজ পরাজিত
আমি তো জানতাম এমনই হবে! তবে আজ কেন এই ফিরে দেখা?
আমি তো চাইনি স্বপ্ন গুলো আবার জেগে উঠুক, তোমায় রেখে একা
আমি তো চাইনি আড়াল, তোমার অন্তর্হানে নিষ্ঠুর বেচে থাকা
আমি তো চেয়েছি সকাল, অকারণে সহস্র অনিদ্র রাত জাগা
chorus:
তবে আজ কেন ফিরে চাই?
আমার আঁধারেই আকাশ পোড়াই?
আমার স্মৃতি আমায় কাদায়
তোমার বৃষ্টি আমায় ভেজায়
বিপ্রতীপ লোভে আমি যুদ্ধাহত!
তুমি নও, অন্য কেউ আজ পরাজিত
০২.০৪.২০১১
© দি ফ্লাইং ডাচম্যান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।